প্রকাশ: সোমবার, ১২ মে, ২০২৫, ৮:২৯ পিএম

ভোলা সমিতি ঢাকার নতুন কমিটি গঠন কল্পে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট অফ বাংলাদেশ (আইইবি) ঢাকা কেন্দ্রের সম্মেলন মিলনায়তনে ঢাকাস্থ ভোলাবাসীদের নিয়ে সম্প্রতি এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী হেলাল উদ্দিন তালুকদার। সভায় ঢাকাস্হ ভোলার শিল্পপতি, ব্যবসায়ী, পুলিশের অতিরিক্ত ডিআইজি, অ্যাডভোকেট, শিক্ষক, সাংবাদিক, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা বক্তব্য রাখেন।
সভায় সর্বসম্মতিক্রমে প্রকৌশলী হেলাল উদ্দিন তালুকদারকে ভোলা সমিতি ঢাকার আহ্বায়ক ও গোলাম মাসুদ খান লাবলুকে সদস্য সচিব করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। দীর্ঘক্ষণ চলমান এই সভাটি ঢাকাস্থ ভোলাবাসীদের মিলন মেলায় পরিণত হয়। সভায় আট সদস্যের সমন্বয়ে উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।
উপদেষ্টা পরিষদে রয়েছেন- বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি নাজিম উদ্দিন আলম, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি হাফিজ ইব্রাহিম, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, বিএনপি কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলাম নিরব ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন।
আজকালের খবর/ওআর