প্রকাশ: সোমবার, ১২ মে, ২০২৫, ৭:২০ পিএম

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই আবাসিক হলে নতুন প্রভোস্ট নিয়োগ দিয়েছে প্রশাসন। শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী ও লালন শাহ হলের প্রভোস্ট হিসেবে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. গাজী মো. আরিফুজ্জামান খান নিয়োগ পেয়েছেন।
সোমবার (১২ মে) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত পৃথক দুই অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আগামী ১৫ মে থেকে তারা দায়িত্ব গ্রহণ করবেন।
অফিস আদেশ সূত্রে, আগামী ১৪ মে শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. শেখ এ. বি. এম জাকির হোসেন এবং লালন শাহ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আকতার হোসেনের দায়িত্বের মেয়াদ শেষ হবে। এরপর ১৫ মে থেকে আগামী এক বছরের জন্য শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী এবং লালন শাহ হলের প্রভোস্ট হিসেবে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. গাজী মো. আরিফুজ্জামান খানকে নিয়োগ দিয়েছেন উপাচার্য।
দায়িত্বের বিষয়ে শহীদ জিয়াউর রহমান হলের নতুন প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী বলেন, ‘হলের দায়িত্ব পাওয়ার পর আমি শিক্ষার্থীদের সঙ্গে তাদের সমস্যাগুলো নিয়ে কথা বলবো। হলের খাবারের মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের এক্সট্রা কারিকুলামের প্রতি উৎসাহিত করতে উদ্যোগ নেয়া হবে। যেহেতু বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের নামে হল, এখানে কাজ করার সুযোগ রয়েছে। এদিকে ১৫ ও ১৬ তারিখ ছুটি থাকায় ১৭ তারিখ থেকে জয়েন করব।’
নবনিযুক্ত লালন শাহ হল প্রভোস্ট অধ্যাপক ড. গাজী মো. আরিফুজ্জামান খান বলেন, ‘চিঠি হাতে পেয়েছি। আসলে আমি শিক্ষার্থীদের সাথে মিশতে এবং তাদের নিয়ে কাজ করতে পছন্দ করি। আশা করি হলের সকল ধরনের ডিজিটালাইজেশনের কাজ সম্পন্ন করবো আমার হাতে।’
আজকালের খবর/ওআর