শনিবার ২১ জুন ২০২৫
গড়িমসি বন্ধ কর, আওয়ামী লীগ নিষিদ্ধ কর: স্লোগানে উত্তাল ইবি
ইবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ মে, ২০২৫, ৫:৪৬ পিএম
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে লাগাতার কর্মসূচির ঘোষণা দিয়েছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। তারই অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল করেছে ইবি শিক্ষার্থীরা। এতে ‌‘গড়িমসি বন্ধ কর, আওয়ামী লীগ নিষিদ্ধ কর’ বলে স্লোগানে ক্ষুব্ধ তারা।

শনিবার (১০ মে) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে একটি মিছিল বের করে তারা। মিছিলটি ক্যাম্পাসের ও পাশ্ববর্তী শেখাপাড়া সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে সমবেত হয় এবং তারা সংক্ষিপ্ত সমাবেশ করে। এ সময় কেন্দ্র ঘোষিত তিন দফা বাস্তবায়ন চান তারা।

মিছিলে আওয়ামী লীগ নিষিদ্ধে বিভিন্ন স্লোগানে উত্তাল হয়ে উঠে ক্যাম্পাস। এ সময় তাদের ‘ব্যান ব্যান, আওয়ামী লীগ’, ‘একটা দুইটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর’, ‘আমার সোনার বাংলায়, আওয়ামী লীগের ঠাঁই নাই’, ‘দড়ি লাগলে দড়ি নে, আওয়ামী লীগের ফাঁসি দে’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, ‘সরকার বিভিন্ন অজুহাত দেখিয়ে বিচার কার্য বিলম্ব করছেন। আইন উপদেষ্টা ও এটর্নি জেনারেল দলটি নিষিদ্ধ করার পথ উন্মুক্ত আছেন বলে ফেসবুকে স্টাটাস দিয়েছেন। প্রশ্ন হচ্ছে, তাহলে কেন এত বিলম্ব করছেন বা কার ইন্ধনে আপনারা নিষিদ্ধ করতে পারছেন না? অথচ ৫ আগস্ট খুনি হাসিনা পালানোর মধ্য দিয়ে আওয়ামী লীগের পতন হয়েছে।’

ইবি শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট বলেন, ‘৮ মাস পরেও আমাদের আরেকটি আন্দোলন করতে হচ্ছে; সেটি আমাদের ধৈর্যের সঙ্গে চালিয়ে যেতে হবে। জুলাই বিপ্লবে আমরা এক ছিলাম। কিন্তু, কিছু চাওয়া-পাওয়া বা বুঝাপড়ার কারণে আওয়ামী দোসরদের ব্যাপারে যারা নমনীয়তা দেখাচ্ছে, আমরা আশা করি তারা কাঁধে কাঁধ মিলিয়ে আবারও এক হবেন। ৫ আগস্ট আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে, এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি। এখন দ্রুত আনুষ্ঠানিক নিষিদ্ধের ঘোষণা দিতে ইন্টেরিমকে আহ্বান করছি।’

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
সরকারকে ‘ব্ল্যাকমেইল’ করছেন তথ্য আপারা: উপদেষ্টা শারমিন
খালেদা জিয়ার সঙ্গে বিদায়ী জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার আটক
অন্য দেশ পারলেও ইরান কেন পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারবে না?
তারেক রহমান দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন: খসরু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
৫ সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার
শরীয়তপুরের জেলা প্রশাসকের আপত্তিকর ভিডিও ভাইরাল
টেকনাফে ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক
টেকনাফে মাছ শিকার শেষে ফেরার পথে দু’টি নৌকার সংঘর্ষে নিহত ১
ফেনীতে দু’টি নদীর বাঁধ ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft