স্রোত
দারুন বিপরীতমুখী তোমার পথ
বরং ইচ্ছে করেই একেঁবেঁকে হাঁটো
নদী কখনো কখনো সোজা পথে হাঁটে না
একঘেঁয়েমি স্রোতের তরঙ্গ কম
মানুষ সহসাই মারতে পারে সাঁতার
এই ভেবে আঁচলে গোছাচ্ছো নদী
তোমার ইচ্ছেগুলো নদীর মত
নিংড়ে যাচ্ছো স্রোতে-
অবশিষ্ট থাকছো না এতটুকু-
যতটুকু তুমি নও-ততটুকুই চর
প্রেম প্রশ্নে নদী,ভীষণ সন্দেহের
বরং সিধে পথে মন খুলে হাঁটো
সেখানেই বরং সম্ভাবনার স্রোত-
মোহাম্মদপুরে ক্ষুধা পড়ে আছে
ক্ষুধা আর সংসারের ফাঁদে পড়ে আছে পা
জীবন যে এ রকমই-
নিস্তার নেই-বরং আরো গভীরে যেতে হবে
ওখানে স্বপ্ন কুড়োতে হবে সমান হাতে
ধানবীজ পড়ে আছে-তাকে নিতে হবে
ফল ফুলের বাগান নিতে হবে
বেঁচে থাকার মাঠে-অনেক নেয়ার থাকে
শুনেছি, মোহাম্মদপুরে ক্ষুধা পড়ে আছে
ক্ষুধার বেলুন ঝুলিয়ে লেলিয়ে দিয়েছে কুকুর
কুকুরগুলো সাধারণ মানুষকে চাটতে যায়
ওহে জগতের কুকুর-
তোমরা বরং মানুষ হও-খোলস বদলাও
মাঠে যাও, কোদাল ধরো হাতে
ওখানে ক্ষুধা নয়-স্বপ্ন কুড়াও
ওখানে ক্ষুধার নামে বোনা আছে ধানবীজ
দুঃখচর্চা ও চোখ সম্প্রদায়
নিশ্চুপ থাকার মতোই আমি পাথর
আমাকে ভাঙতে পারাটা সহজ নয়
আমি ক্রমাগত নির্মাণ করছি নিজেকে
আমি ক্রমাগত পাথরে দুঃখ পুঁতি
পাথরে পাথরে ঘর্ষণে যদি ফোটে ফুল
তাই পাথরেই করে যাচ্ছি দুঃখচর্চা
আমার কপালে সংসার টংসার নাই
কত যে প্রশ্ন এড়িয়ে চলেছি জীবনে
অথচ, সবগুলো প্রশ্নের ভেতর একটা ইঙ্গিত ছিল
প্রশ্নচিহ্নকে বাহানা মনে করে
সেদিকে আর যাওয়া হয়নি
এইভাবে তোমরা প্রশ্ন ছুঁড়ে দিতেই পারো
দু মুঠো ভাতের যোগান দিতে পারার
দক্ষতা নাই আমার
কিছু আমি-এরকমই পাথর স্বভাবে
জটিল ও কঠিনে বেঁধেছি চোখ সম্প্রদায়
চোখের কোণে আর নদী আসে না ফিরে
আজকালের খবর/আরইউ