সোমবার ১৬ জুন ২০২৫
গুচ্ছ কবিতা
দ্বীপ সরকার
প্রকাশ: শনিবার, ১০ মে, ২০২৫, ৪:১০ পিএম
স্রোত

দারুন বিপরীতমুখী তোমার পথ
বরং ইচ্ছে করেই একেঁবেঁকে হাঁটো

নদী কখনো কখনো সোজা পথে হাঁটে না

একঘেঁয়েমি স্রোতের তরঙ্গ কম
মানুষ সহসাই মারতে পারে সাঁতার
এই ভেবে আঁচলে গোছাচ্ছো নদী
তোমার ইচ্ছেগুলো নদীর মত
             নিংড়ে যাচ্ছো স্রোতে-

অবশিষ্ট থাকছো না এতটুকু-
যতটুকু তুমি নও-ততটুকুই চর

প্রেম প্রশ্নে নদী,ভীষণ সন্দেহের
বরং সিধে পথে মন খুলে হাঁটো
সেখানেই বরং সম্ভাবনার স্রোত-


মোহাম্মদপুরে ক্ষুধা পড়ে আছে

ক্ষুধা আর সংসারের ফাঁদে পড়ে আছে পা
জীবন যে এ রকমই-

নিস্তার নেই-বরং আরো গভীরে যেতে হবে
ওখানে স্বপ্ন কুড়োতে হবে সমান হাতে
ধানবীজ পড়ে আছে-তাকে নিতে হবে
ফল ফুলের বাগান নিতে হবে
বেঁচে থাকার মাঠে-অনেক নেয়ার থাকে

শুনেছি, মোহাম্মদপুরে ক্ষুধা পড়ে আছে
ক্ষুধার বেলুন ঝুলিয়ে লেলিয়ে দিয়েছে কুকুর
কুকুরগুলো সাধারণ মানুষকে চাটতে যায়

ওহে জগতের কুকুর-
তোমরা বরং মানুষ হও-খোলস বদলাও
মাঠে যাও, কোদাল ধরো হাতে
ওখানে ক্ষুধা নয়-স্বপ্ন কুড়াও
ওখানে ক্ষুধার নামে বোনা আছে ধানবীজ


দুঃখচর্চা ও চোখ সম্প্রদায়

নিশ্চুপ থাকার মতোই আমি পাথর
আমাকে ভাঙতে পারাটা সহজ নয়
আমি ক্রমাগত নির্মাণ করছি নিজেকে
আমি ক্রমাগত পাথরে দুঃখ পুঁতি
পাথরে পাথরে ঘর্ষণে যদি ফোটে ফুল
তাই পাথরেই করে যাচ্ছি দুঃখচর্চা

আমার কপালে সংসার টংসার নাই
কত যে প্রশ্ন এড়িয়ে চলেছি জীবনে
অথচ, সবগুলো প্রশ্নের ভেতর একটা ইঙ্গিত ছিল
প্রশ্নচিহ্নকে বাহানা মনে করে
সেদিকে আর যাওয়া হয়নি

এইভাবে তোমরা প্রশ্ন ছুঁড়ে দিতেই পারো
দু মুঠো ভাতের যোগান দিতে পারার
                          দক্ষতা নাই আমার

কিছু আমি-এরকমই পাথর স্বভাবে
জটিল ও কঠিনে বেঁধেছি চোখ সম্প্রদায়
চোখের কোণে আর নদী আসে না ফিরে

আজকালের খবর/আরইউ








সর্বশেষ সংবাদ
ইসরায়েল-ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়ানোর ‘সম্ভাবনা’ রয়েছে: ডোনাল্ড ট্রাম্প
ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান
ইসরায়েলের সব বিমানবন্দর ও আকাশসীমা বন্ধ
ক্ষেপণাস্ত্রসহ আকাশপথে ইরানকে সহায়তা করছে চীন-রাশিয়া
রিজার্ভ বেড়ে ২৬.১৫ বিলিয়ন ডলার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
এক ভবঘুরের বস্তায় পাওয়া গেলো তিন লক্ষাধিক টাকা
কি এমন হয়েছিলো দীপার সঙ্গে, যে আত্মহত্যার পথ বেছে নিলেন!
ইরানের হামলায় আটকে গেল নেতানিয়াহুর ছেলের বিয়ে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সবার জন্য জরুরি নির্দেশনা
আখাউড়া সীমান্তে খুলে ফেলা হলো সিসি ক্যামেরা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft