শনিবার ১৫ নভেম্বর ২০২৫
রাত পোহালেই ডিআরইউতে চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন
আনন্দমেলা প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ৮:০৬ পিএম
গেল বছরের শেষ দিকে (২৮ ডিসেম্বর) বাংলাদেশ চলচ্চিত্র পরিচালকদের নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য ভোট গ্রহণ হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে সেদিন তা হয়নি। তবে নতুন করে নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশিন। সব ঠিকঠাক থাকলে রাত পোহালেই ভোটের ডামাডোলে সাজবে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ)। শুক্রবার সকাল থেকে হতে যাচ্ছে বহুল কাঙ্খিত এই নির্বাচন।

বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় এমনটাই নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক নির্বাচন কমিশনার। তিনি বলেন, আমাদের প্রস্তুতি রয়েছে। সকাল থেকেই ভোটগ্রহণ শুরু হবে। আমরা ভোটারদের আহ্বান জানাচ্ছি- কারো কথায় প্ররোচিত না হয়ে ভোট প্রদানে এগিয়ে আসুন।

দুই বছর মেয়াদের কমিটির নির্বাচনে অংশ নিচ্ছে দুটি প্যানেল। এর মধ্যে মুশফিকুর রহমান গুলজার-সাফিউদ্দিন সাফি প্যানেলে সভাপতি ও মহাসচিব পদপ্রার্থী ছাড়া সম্পাদকীয় পদে প্রার্থী হয়েছেন আবুল খায়ের বুলবুল (সহ-সভাপতি), সালাউদ্দিন (উপ-মহাসচিব), সাইমন তারিক (কোষাধ্যক্ষ), আবদুর রহিম বাবু (সাংগঠনিক), রফিক শিকদার (প্রচার, প্রকাশনা ও দপ্তর সচিব), এস ডি রুবেল (আন্তর্জাতিক ও তথ্যপ্রযুক্তি), মুস্তাফিজুর রহমান মানিক (সাংস্কৃতিক ও ক্রীড়া)।

অন্য প্যানেলে চলতি দায়িত্বে থাকা টানা দুবারের মহাসচিব শাহীন সুমন এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন সভাপতি পদে। তিনি প্যানেল গড়েছেন শাহীন কবির টুটুলকে নিয়ে। এই প্যানেল থেকে সম্পাদকীয় পদে প্রার্থী হয়েছেন মনতাজুর রহমান আকবর (সহ-সভাপতি), কবিরুল ইসলাম রানা (উপ-মহাসচিব), সেলিম আজম (কোষাধক্ষ), ওয়াজেদ আলী বাবুল (প্রচার, প্রকাশনা ও দপ্তর সচিব), বন্ধন বিশ্বাস (আন্তর্জাতিক ও তথ্যপ্রযুক্তি), সাইফ চন্দন (সাংস্কৃতিক ও ক্রীড়া)।

প্রসঙ্গত, আজকের নির্বাচনে নিষেধাজ্ঞা চেয়ে রিট করেছেন চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন। রিটের পরিপ্রেক্ষিতে আদালত বৃহস্পতিবার নিষেধাজ্ঞা দিয়েছেন, তবে নির্বাচন কমিশন আদালতের নিষেধাজ্ঞার কোনো কাগজ হাতে পায়নি বলে বৃহস্পতিবার সন্ধায় এ তথ্য নিশ্চিত করেন। গণমাধ্যমও নিষেধাজ্ঞার কোনো কাগজ, তথ্যসূত্র বা রিট নম্বর উল্লেখ করে সংবাদ প্রকাশ করেনি, যে কারণে কমিশন নির্বাচনে পূর্ণ প্রস্তুতি নিয়েছেন। প্রার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘গুজবে কান দিবেন না’ লিখে স্ট্যাটাস দিচ্ছেন।

আজকালের খবর/আতে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
লকডাউনের পর এবার শাটডাউন আতঙ্ক
জুলাই সনদ বাস্তবায়ন আদেশে অনেক বিষয়ে অস্পষ্টতা খেয়াল করেছি: আখতার
পরকীয়ার জেরে লাশ কেটে ২৬ খণ্ড: নিহতের বন্ধু গ্রেপ্তার
মৃত্যুদণ্ড থেকে ফিরে নির্বাচন করব স্বপ্নেও ভাবিনি : বাবর
৪৮ ঘণ্টার আল্টিমেটাম: দাবি না মানলে বসবে না নিম্ন আদালত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার সর্বোচ্চ সাজার প্রত্যাশা চিফ প্রসিকিউটরের
কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন
আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতে ঢাকার সর্বশেষ পরিস্থিতি
পদ্মা সেতুর সামনে এক্সপ্রেসওয়ে অবরোধ করে ট্রাকে আগুন, ককটেল বিস্ফোরণ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft