প্রকাশ: মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ৫:২৬ পিএম

নেত্রকোনার পূর্বধলা থানার সামনে নয়াপাড়া এলাকায় রোজা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান শিল্পপতি মাজহারুল ইসলাম সোহেল ফকিরের নির্মাণাধীন ৭ তলা বিল্ডিংয়ে দিনেদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
এ ঘটনায় মাজহারুল ইসলাম সোহেল ফকিরের বড় ভাই মতিউর রহমান অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে লেখা হয়েছে, ১০টি ড্রাম ট্রাকের চাকা, ৬টি পুরাতন চাকা, ১৫ টি ড্রাম ট্রাকের হুইল, ৬ টন রড, ৩৫০ বস্তা সিমেন্ট, ১ হাজার ৫ পাঁচ শত ইট চুরি করে নিয়ে গেছে। উক্ত মালামালের আনুমানিক মূল্য প্রায়
১৪ লক্ষ ৯৩ হাজার ৫শত টাকা।
থানার অভিযোগ সূত্র ও মাজহারুল ইসলাম সোহেলের ভাই মতিউর রহমান জানান, বিল্ডিংয়ের নৈশ প্রহরী আ. রাজ্জাক (৬০) শনিবার (৩ মে) সন্ধ্যা ৬টা থেকে রবিবার (৪ মে) সকাল ৮টা পর্যন্ত এই বিল্ডিংয়ে ছিলেন। পরে তিনি চলে যান। পরে নৈশ প্রহরী সন্ধ্যা ৬টায় এসে দেখেন বিল্ডিংয়ের উত্তর পাশের গেট খোলা এবং মালামাল নাই। তখন পাশের বিল্ডিংয়ে কর্মরত রাজমিস্ত্রীদের জিজ্ঞাসা করলে তারা জানান, রবিবার বিকাল আনুমানিক ৩টায় অজ্ঞাতনামা ৫/৬ জন ফুল প্যান্ট ও টি-শার্ট পরিহিত ২৫-৩০ বছর বয়সের লোক বিল্ডিংয়ের নিচ তলার উত্তর পাশের টিনের অস্থায়ী গেটটি খুলে ভিতরে প্রবেশ করে। প্রবেশ করার সময় তাদের জিজ্ঞাসা করলে তারা বলে এই বিল্ডিংয়ের মালিক সম্পর্কে আমাদের চাচা লাগে, চাচা আমাদের এই সব মালামাল নেওয়ার জন্য পাঠিয়েছেন।
প্রশাসনের নাকের ডগায় দিনেদুপুরে এই চুরির ঘটনায় পার্শ্ববর্তী দোকানদার ও স্থানীয় জনগণ উদ্বেগ প্রকাশ করেছেন।
এ বিষয়ে নেত্রকোণা জেলা সদর সার্কেল সজল কুমার বলেন, বিষয়টি আমি এখনও শুনিনি।
এ বিষয়ে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আজকালের খবর/বিএস