রবিবার ২২ জুন ২০২৫
পূর্বধলায় দিনেদুপুরে থানার সামনে বাসায় দুর্ধর্ষ চুরি
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ৫:২৬ পিএম
নেত্রকোনার পূর্বধলা থানার সামনে নয়াপাড়া এলাকায় রোজা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান শিল্পপতি মাজহারুল ইসলাম সোহেল ফকিরের নির্মাণাধীন ৭ তলা বিল্ডিংয়ে দিনেদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। 

এ ঘটনায় মাজহারুল ইসলাম সোহেল ফকিরের বড় ভাই মতিউর রহমান অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে লেখা হয়েছে, ১০টি ড্রাম ট্রাকের চাকা, ৬টি পুরাতন চাকা, ১৫ টি ড্রাম ট্রাকের হুইল, ৬ টন রড, ৩৫০ বস্তা সিমেন্ট, ১ হাজার ৫ পাঁচ শত ইট চুরি করে নিয়ে গেছে। উক্ত মালামালের আনুমানিক মূল্য প্রায়
১৪ লক্ষ ৯৩ হাজার ৫শত টাকা। 

থানার অভিযোগ সূত্র ও মাজহারুল ইসলাম সোহেলের ভাই মতিউর রহমান জানান, বিল্ডিংয়ের নৈশ প্রহরী আ. রাজ্জাক (৬০) শনিবার  (৩ মে)  সন্ধ্যা ৬টা থেকে  রবিবার (৪ মে) সকাল ৮টা পর্যন্ত এই বিল্ডিংয়ে ছিলেন। পরে তিনি চলে যান। পরে  নৈশ প্রহরী  সন্ধ্যা ৬টায় এসে দেখেন বিল্ডিংয়ের উত্তর পাশের গেট খোলা এবং মালামাল নাই। তখন পাশের বিল্ডিংয়ে কর্মরত রাজমিস্ত্রীদের জিজ্ঞাসা করলে তারা জানান, রবিবার বিকাল আনুমানিক ৩টায় অজ্ঞাতনামা ৫/৬ জন ফুল প্যান্ট ও টি-শার্ট পরিহিত ২৫-৩০ বছর বয়সের লোক বিল্ডিংয়ের নিচ তলার উত্তর পাশের টিনের অস্থায়ী গেটটি খুলে ভিতরে প্রবেশ করে। প্রবেশ করার সময় তাদের জিজ্ঞাসা করলে তারা বলে এই বিল্ডিংয়ের মালিক সম্পর্কে আমাদের চাচা লাগে, চাচা আমাদের এই সব মালামাল নেওয়ার জন্য পাঠিয়েছেন। 

প্রশাসনের নাকের ডগায় দিনেদুপুরে এই চুরির ঘটনায় পার্শ্ববর্তী দোকানদার ও স্থানীয় জনগণ উদ্বেগ প্রকাশ করেছেন। 
এ বিষয়ে নেত্রকোণা জেলা সদর সার্কেল সজল কুমার বলেন, বিষয়টি আমি এখনও শুনিনি। 

এ বিষয়ে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। 

আজকালের খবর/বিএস 








সর্বশেষ সংবাদ
রবিবার সাবেক তিন সিইসির বিরুদ্ধে মামলা করবে বিএনপি
শ্রদ্ধা ও ভালোবাসায় চঞ্চল মাহমুদের শেষ বিদায়
মা হারালেন অর্ষা
ছাত্র-জনতার অভ্যুত্থান নিয়ে প্রতীকী নাটক
প্রনসের নজরুল-জয়ন্তীতে সংবর্ধিত শিল্পী মইদুল ইসলাম
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
১৫ পার্সেন্ট সেলস গ্রোথ বাড়াতে নির্দেশনা দিলেন দেশবন্ধু গ্রুপের এমডি
সুন্দরগঞ্জে আত্মহত্যার ঘটনায় যুবককে ফাঁসানোর চেষ্টা
মুখ খুললেন শরীয়তপুরের ডিসি ও সেই নারী
ইরানের সঙ্গে ‘দীর্ঘ যুদ্ধের’ প্রস্তুতি নিতে বললেন ইসরায়েলি সেনাপ্রধান
অন্য দেশ পারলেও ইরান কেন পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারবে না?
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft