নেত্রকোনা জেলাধীন খালিয়াজুরী উপজেলায় সরকারিভাবে অভ্যন্তরীণ ধান,চাল সংগ্রহ ২০২৫ শুভ উদ্বোধন করা হয় ।
আজ সোমবার খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার মো. উজ্জল হোসেন ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান কেষ্টু সমন্বয়ে উক্ত ধানচাল ক্রয়ের অনুষ্ঠান উদ্বোধন করা হয় ।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নাজমুল হক তালুকদার আরিফ, মোঃ ফুলমিয়া, যুবদলের আহ্বায়ক এনামুল হক ছোটন, কৃষক দল নেতা পান্ডব সরকার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক পলিন, যুবদল নেতা ফয়সাল আহমেদ , সোহেল মিয়া, মোঃ আব্দুল মিয়া, উপজেলা প্রেসক্লাবের আহবায়ক মোঃ হাবিবুল্লা ও সদস্য সচিব সোহান বিন নবাব সহ এলাকার প্রান্তিক কৃষকগণ উপস্থিত ছিলেন।
খাদ্য গুদাম কর্মকর্তা মোঃ লুৎফুর রহমান বলেন ১৪৪০ টাকা দরে প্রতি মন ধান ক্রয় করা হচ্ছে । এ বছর খালিয়াজুরী উপজেলায় প্রায় ৪৯০ জন কৃষকের কাছ থেকে ১৪৬৫ মেট্রিক টন ধান ক্রয় করা হবে। আজ মোহাম্মদ মিরাশ আলী ও আরাধন মিয়ার নিকট থেকে ধান ক্রয় করা হয়েছে
আজকালের খবর/ এমকে