শনিবার ২১ জুন ২০২৫
শিক্ষার্থীদের অপেক্ষায় শিক্ষকরা, স্কুল সাজবে জমকালো সাজে
মোমেনশাহী ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়ের প্রথম শিক্ষার্থী পুনর্মিলনী ২৩ মে
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: শনিবার, ৩ মে, ২০২৫, ৪:০১ পিএম
কারো হয়তো স্কুলজীবন শেষ হয়েছে সেই ১৯৯৭ সালে। এরপর আর যোগাযোগ হয়নি স্কুলের প্রিয় শিক্ষকদের সঙ্গে, একবারও যাওয়া হয়নি স্কুলপ্রাঙ্গণে। সময়ের পরিক্রমায় প্রিয় স্কুল আর শিক্ষকদের সঙ্গে থাকা শিক্ষার্থীর বন্ধন কিছুটা শিথিল হয়ে পড়েছিল। সেই সম্পর্ককে আবার নতুন করে জোড়া লাগাতে অনবদ্য আয়োজনের উদ্যোগ নিয়েছে ময়মনসিংহে অবস্থিত ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়, মোমেনশাহী সেনানিবাস। 

সেই উদ্যোগের অংশ হিসেবে আগামী ২৩ মে স্কুল প্রাঙ্গণেই আয়োজন করা হয়েছে সাবেক শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী। এতে অংশ নিতে পারবেন ১৯৯৭ থেকে শুরু করে ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা। এই আয়োজনকে ঘিরে দীর্ঘদিন পর প্রিয় শিক্ষার্থীদের সঙ্গে দেখা হওয়ার অপেক্ষায় শিক্ষকরা। আর পুনর্মিলনী আয়োজনকে ঘিরে সবার প্রিয় স্কুলটিকেও সাজানো হবে জমকালে সাজে। 

পুনর্মিলনী আয়োজন কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন স্কুলের বর্তমান প্রধান শিক্ষক। আর এই আয়োজন সফল করতে তাকে সহায়তা করছেন স্কুলে সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা।

আয়োজক কমিটির সদস্য ও ২০০৪ এসএসসি ব্যাচের শিক্ষার্থী মো. ইমরান আলী জানান, পুনর্মিলনী আয়োজনকে সামনে রেখে বর্তমানে আগ্রহী শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন চলছে।  রেজিস্ট্রেশনের জন্য ১৯৯৭-২০১২ ব্যাচের শিক্ষার্থীদের ফি দুই হাজার টাকা, এর পরের ব্যাচের শিক্ষার্থীদের জন্য ফি দেড় হাজার টাকা। কেউ স্বামী/স্ত্রীকে সঙ্গে আনতে চাইলে তার জন্য রেজিস্ট্রেশনি ফি অতিরিক্ত ধরা হয়েছে এক হাজার টাকা। এ ছাড়া পাঁচ বছরের বেশি বয়সী সন্তানকে নিয়ে আসলে তার জন্য রেজিস্ট্রেশন ফি অতিরিক্ত ৫০০ টাকা। রেজিস্ট্রেশনের শেষ দিন আগামী ৫ মে।

আজকালের খবর/আরইউ








সর্বশেষ সংবাদ
সরকারকে ‘ব্ল্যাকমেইল’ করছেন তথ্য আপারা: উপদেষ্টা শারমিন
খালেদা জিয়ার সঙ্গে বিদায়ী জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার আটক
অন্য দেশ পারলেও ইরান কেন পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারবে না?
তারেক রহমান দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন: খসরু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
৫ সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার
শরীয়তপুরের জেলা প্রশাসকের আপত্তিকর ভিডিও ভাইরাল
টেকনাফে ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক
টেকনাফে মাছ শিকার শেষে ফেরার পথে দু’টি নৌকার সংঘর্ষে নিহত ১
ফেনীতে দু’টি নদীর বাঁধ ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft