রবিবার ২২ জুন ২০২৫
অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ চলছে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ মে, ২০২৫, ১১:৫৬ এএম
অস্ট্রেলিয়ার ৪৮তম পার্লামেন্ট নির্বাচনে আজ ভোটগ্রহণ চলছে। নির্বাচনে হাউস অব রিপ্রেজেন্টেটিভের ১৫০টি আসনের সবকটিতে এবং সিনেটের ৭৬টি আসনের ৪০টিতে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে লেবার পার্টি ও লিবারেল-ন্যাশনাল কোয়ালিশনের মাঝে।  

অস্ট্রেলিয়ার জাতীয় সম্প্রচার মাধ্যম এবিসির তথ্য অনুযায়ী, অস্ট্রেলিয়ায় সরকার গঠন করতে হলে দরকার হয় ৭৬টি আসন। সংখ্যায় সহজ মনে হলেও বাস্তবে পরিস্থিতি বেশ জটিল।

স্বাধীন প্রার্থী ও ছোট দলের প্রতি সম্প্রতি ভোটারদের সমর্থন বাড়ায় প্রধান দুই দলের জন্যই কঠিন হয়ে দাঁড়িয়েছে পথ। বর্তমান লেবার পার্টির সরকার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের নেতৃত্বে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার চেষ্টা করছে। অপরদিকে, এক মেয়াদে বিরোধী দল হিসেবে থাকা লিবারেল-ন্যাশনাল কোয়ালিশন আবারও পিটার ডাটনের ওপর আস্থা রেখে সরকার গঠনের চেষ্টা করছে।  

বর্তমান লেবার পার্টি সরকারের হাতে আছে ৭৮টি আসন।

আজকের নির্বাচনে যদি তারা এসব আসন ধরে রাখতে পারে, তাহলে আবারও তাদের পক্ষে সরকার গঠন সম্ভব। অন্যদিকে, কোয়ালিশন বা কনজারভেটিভ জোটের হাতে এখন আছে মাত্র ৫৭টি আসন। সংখ্যাগরিষ্ঠতা পেতে দরকার আরো ১৯টি। তাই নির্বাচনে জয়ের জন্য তাদের নজর এখন বড় শহরগুলোর দিকে।
 
উভয় দলই নাগরিকদের জন্য নানা সুবিধার ঘোষণা দিয়েছে নির্বাচনী ইশতেহারে। লেবার পার্টির আলবানিজ কর কমানো, চিকিৎসা ব্যয় কমানোসহ প্রথম বাড়ি কেনার বিষয়ে নাগরিকদের সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন। 
 
কোয়ালিশনের নেতৃত্ব দেওয়া ডাটন জানিয়েছেন, ক্ষমতায় এলে তিনি জ্বালানির ওপর আরোপিত কর ও গ্যাসের দাম কমাবেন।  

ভোটারদের আকর্ষণে শুধু অভ্যন্তরীণ বিষয়েই সীমাবদ্ধ নয়, দুই দলের নির্বাচনী প্রচারণা। উভয় পক্ষকেই লড়তে হচ্ছে মার্কিন নীতির বিপক্ষে।

অস্ট্রেলিয়ার ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা ১০ শতাংশ শুল্ক আরোপের বিষয়ে ট্রাম্পবিরোধী শক্ত অবস্থান ছাড়া ভোটারদের মন জয় বেশ কঠিন হয়ে পড়ে নির্বাচনী প্রচারণার শুরু থেকেই।  

এদিকে, স্বাধীন প্রার্থী ও ছোট দলের জনপ্রিয়তা বাড়ায় কঠিন লড়াইয়ের মুখে পড়তে হবে বড় দুটি দলকে। ব্রিসবেনে গ্রিন পার্টির বিরুদ্ধে লড়তে হবে লেবার পার্টিকে। অপরদিকে, মেলবোর্ন ও সিডনিতে ‘টিল’ স্বতন্ত্র প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা মোকাবিলা করতে হবে কোয়ালিশনকে।  

আজ রাতেই জানা যেতে পারে অস্ট্রেলিয়ার নির্বাচনের ফলাফল। অস্ট্রেলিয়ার জাতীয় সম্প্রচারমাধ্যম এবিসির প্রধান নির্বাচন বিশ্লেষক অ্যান্টনি গ্রিন বলেন, যদি ফল অনুমানযোগ্য হয়, তাহলে আপনি অস্ট্রেলিয়ান সময় ১৯:৩০-এর দিকে নির্বাচনের বিজয়ী পেয়ে যাবেন।

এবারের নির্বাচনে অস্ট্রেলিয়ায় মোট এক কোটি ৮১ লাখ নথিভুক্ত ভোটার আছে। দেশটিতে ১৮ বছর বা তার বেশি বয়সী সব নাগরিকের জন্য ভোট দেওয়া বাধ্যতামূলক। কোনো কারণে ভোট না দিলে গুনতে হয় ২০ অস্ট্রেলীয় ডলার (১৩ মার্কিন ডলার) জরিমানা।

আজকালের খবর/বিএস 








সর্বশেষ সংবাদ
রবিবার সাবেক তিন সিইসির বিরুদ্ধে মামলা করবে বিএনপি
শ্রদ্ধা ও ভালোবাসায় চঞ্চল মাহমুদের শেষ বিদায়
মা হারালেন অর্ষা
ছাত্র-জনতার অভ্যুত্থান নিয়ে প্রতীকী নাটক
প্রনসের নজরুল-জয়ন্তীতে সংবর্ধিত শিল্পী মইদুল ইসলাম
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
১৫ পার্সেন্ট সেলস গ্রোথ বাড়াতে নির্দেশনা দিলেন দেশবন্ধু গ্রুপের এমডি
সুন্দরগঞ্জে আত্মহত্যার ঘটনায় যুবককে ফাঁসানোর চেষ্টা
মুখ খুললেন শরীয়তপুরের ডিসি ও সেই নারী
ইরানের সঙ্গে ‘দীর্ঘ যুদ্ধের’ প্রস্তুতি নিতে বললেন ইসরায়েলি সেনাপ্রধান
অন্য দেশ পারলেও ইরান কেন পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারবে না?
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft