প্রকাশ: শুক্রবার, ২ মে, ২০২৫, ৭:৪২ পিএম

জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন নেত্রকোনার মোহনগঞ্জ কেন্দ্রে হাতে চালিত ট্রাই সাইকেল (হুইল চেয়ার) না পেয়ে কষ্টে আছে দুই পা বিহীন প্রতিবন্ধী কামাল মিয়া (৪৮)।
মোহনগঞ্জ শহরের টেংগাপাড়া এলাকার বাসিন্দা মৃত উল্লাত মিয়ার ছেলে দুই পা না থাকা প্রতিবন্ধী কামাল মিয়া দীর্ঘ এক বছর ধরে ট্রাই সাইকেলের (হুইল চেয়ার) জন্য প্রতিবন্ধী ফাউন্ডেশন অফিসে ঘুরছেন। কিন্তু, ট্রাই সাইকেল (হুইল চেয়ার) মিলছে না। কষ্টে থাকা কামাল মিয়া অবশেষে গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদের কাছে তার দুঃখের কথা বলেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) এম.এ কাদের উপস্থিত ছিলেন।
প্রতিবন্ধী কামাল বলেন, এক দুর্ঘটনায় ১৯৯৮ সালে আমার দুই পা হারাই। তারপর থেকেই ট্রাই সাইকেলে (হুইল চেয়ার) চলাচল করতে হয়। আমি ভিক্ষাবৃত্তি করি না। আমি জীবিকা নির্বাহের জন্য ট্রাই সাইকেলে (হুইল চেয়ার) বসে চা বিক্রি করি। কিন্তু, আমার ট্রাই সাইকেলটি (হুইল চেয়ার) প্রায় অচল। তবুও আমাকে ট্রাই সাইকেল (হুইল চেয়ার) দেয়া হচ্ছে না।
ঘটনার বিবরণ শুনে উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। এ বিষয়ে উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, বিগত সময়ে তাকে একটি ট্রাই সাইকেল দেয়া হয়েছে। আগের ট্রাই সাইকেল দেখে মেরামতের প্রয়োজন হলে মেরামত করে দেয়া হবে। আর তা না হলে নতুন ট্রাই সাইকেল দেয়া হবে।
আজকালের খবর/ওআর