শনিবার ১৫ নভেম্বর ২০২৫
ব্রাজিলকে না করে দিলেন আনচেলত্তি!
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ১১:০১ এএম
ব্রাজিলের দায়িত্ব নিতে যাচ্ছেন কার্লো আনচেলত্তি, গতকয়েকদিন ধরে এমন খবরে ছেয়ে গিয়েছিল ফুটবল দুনিয়া। তবে স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা’র এক প্রতিবেদনে যে খবর জানালো তাতেই সবকিছু ওলটপালট করে দিলো।

সংবাদ মাধ্যমটি এক প্রতিবেদনে জানিয়েছে, ব্রাজিলকে না করে দিয়েছেন আনচেলত্তি! 

প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে ইতালিয়ান মাস্টারমাইন্ড ব্রাজিলের ফুটবল ফেডারেশনকে (সিবিএফ) নিজের সিদ্ধান্ত জানিয়েছেন। তিনি সৌদি আরব থেকে পাওয়া মোটা অঙ্কের প্রস্তাবকে বিবেচনা করছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করে মার্কা।
 
এর আগে ব্রাজিলের প্রস্তাব পেয়ে চুক্তিতে সই করার জন্য লন্ডন গিয়েছিলেন আনচেলত্তি। সবকিছু তার এজেন্ট-ই দেখভাল করে আসছিলেন। তবে লন্ডনে চুক্তি না সেরে তিনি মাদ্রিদে ফিরে আসেন। 

আশা করা হচ্ছিল, মঙ্গলবার তিনি চুক্তিতে সই করবেন। কিন্তু শেষ পর্যন্ত আনচেলত্তি ব্রাজিলকে না করে দিলেন। তিনি সিবিএফের সভাপতি এদনাল্দো রদ্রিগেজের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছেন এবং ব্রাজিলের আগ্রহের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এই ইতালিয়ান কোচ বর্তমানে সৌদি আরব থেকে পাওয়া মোটা অঙ্কের প্রস্তাব বিবেচনা করছেন বলেই জানিয়েছে মার্কা।

এর আগে সংবাদ মাধ্যমটি তাদের এক প্রতিবেদনে জানিয়েছিল, আনচেলত্তি তার এজেন্টকে জানিয়েছিলেন তিনি জুনে ব্রাজিলের দায়িত্ব নিতে পারবেন না, আগস্টে যোগ দেবেন। সে মোতাবেক সবকিছু প্রস্তুত করেছিল ব্রাজিলের ফুটবল ফেডারেশনের সভাপতি। তিনি ধরেই নিয়েছিলেন রিয়াল মাদ্রিদ থেকে সম্মতি পেয়েছেন আনচেলত্তি এবং তিনি শিগগিরই ব্রাজিলের দায়িত্ব নেবেন।
 
কিন্তু হঠাৎ করে আনচেলত্তির আবার এমন সিদ্ধান্তে অবাক হয়েছেন সিবিএফ সভাপতি। ফলে জুনের ফিফা ক্লাব বিশ্বকাপে রিয়াল মাদ্রিদের হয়ে দায়িত্বে দেখা যেতে পারে আনচেলত্তিকে। 


তবে এরপর তিনি বার্নাব্যু ছেড়ে যেতে পারেন। মার্কা বলছে, ইতোমধ্যে রিয়াল ছাড়ার সিদ্ধান্তও নিয়ে নিয়েছেন তিনি। তবে ক্লাবটির সঙ্গে তার এখনো এক বছরের চুক্তি রয়েছে। আর তাই তিনি নাকি ৪ মিলিয়ন ইউরো ক্ষতিপূরণও দাবি করেছেন ক্লাবের কাছে। তবে ক্লাব তা প্রত্যাখান করেছে।
 
এদিকে স্প্যানিশ সংবাদ মাধ্যমটি আরও জানাচ্ছে, সৌদি আরব থেকে বছরে প্রায় ৫০ মিলিয়ন ইউরো পারিশ্রমিকের প্রস্তাব পেয়েছেন আনচেলত্তি। যা তিনি বিবেচনায় রেখেছেন।


আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
লকডাউনের পর এবার শাটডাউন আতঙ্ক
জুলাই সনদ বাস্তবায়ন আদেশে অনেক বিষয়ে অস্পষ্টতা খেয়াল করেছি: আখতার
পরকীয়ার জেরে লাশ কেটে ২৬ খণ্ড: নিহতের বন্ধু গ্রেপ্তার
মৃত্যুদণ্ড থেকে ফিরে নির্বাচন করব স্বপ্নেও ভাবিনি : বাবর
৪৮ ঘণ্টার আল্টিমেটাম: দাবি না মানলে বসবে না নিম্ন আদালত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার সর্বোচ্চ সাজার প্রত্যাশা চিফ প্রসিকিউটরের
কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন
আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতে ঢাকার সর্বশেষ পরিস্থিতি
পদ্মা সেতুর সামনে এক্সপ্রেসওয়ে অবরোধ করে ট্রাকে আগুন, ককটেল বিস্ফোরণ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft