সোমবার ১৬ জুন ২০২৫
বিপাশার প্রয়াণে কিংকর্তব্যবিমূঢ় হয়েছি
জোবাইদুল ইসলাম
প্রকাশ: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ৫:৫৫ পিএম

" align=

রবীন্দ্রনাথের গান বা কবিতা যে হারে বাঙালির মধ্যে চর্চা বা মূল্যায়ন হয়েছে বা হয় সেই হারে নজরুলের গান কবিতা হয়নি বা হয় না। সবজায়গায় তুলনামূলকভাবে নজরুল অবহেলিত। বাংলাদেশ এর ব্যতিক্রম নয়। বিশ্ব দরবারে রবীন্দ্রনাথকে আমরা যেভাবে লালন করছি, তুলে ধরছি নজরুল তার ধারের কাছেও নেই। কিন্তু বাংলা গান ও সাহিত্য সংস্কৃতির অঙ্গনে এই দুই কালপুরুষের অবদান অসামান্য। দুজনেই আমাদের সম্পদ। এঁরা দুজনেই আমাদের বাংলা সাহিত্য ও সংগীতকে সমৃদ্ধ করেছেন।

আমাদের গবেষণা ও চর্চায় রবীন্দ্রনাথ অনেক এগিয়ে। নজরুলকে আবেগে ধারণ করলেও প্রচার প্রসার ও মর্যাদার স্থানে প্রথম সারিতে নেই তিনি, এটি আমাদের দুর্ভাগ্য। বিশ্ব দরবারে নজরুলকে পৌঁছাতে আমাদের কার্পণ্য আছে। তার সৃষ্টি বিভিন্ন ভাষাভাষিদের কাছে তেমনভাবে তুলে ধরতে পারিনি। এটা আমাদের চরম ব্যর্থতা। অথচ অল্প সময়ে ক্ষুধার্ত অসচ্ছল নজরুল চরম প্রতিকূলতায় যা সৃষ্টি করেছেন তা আর কারো পক্ষে সম্ভব কিনা জানি না। তিনি বিস্ময়কর এক প্রতিভা। তিনি সেরার সেরা, বিস্ময়ের বিস্ময়। তিনি সাম্যের, অসাম্প্রদায়িকতার, মানবতার, প্রেমের, ধর্মের, সকল বর্ণের, সংগ্রামের, প্রেরণার, নির্যাতিতের, আপোষহীন উন্নত শিরের কবি। তার গানে যে বৈচিত্র্য আর সুর তালে বিভিন্নতা তা বাংলা কোনো গানেই নেই। যেমন তার জীবন সংগ্রাম আর বৈচিত্র্যময় তেমনি তার সকল সৃষ্টি অপ্রতিদ্বন্দ্বি। নজরুল আমাদের বাংলা শব্দ ভাণ্ডারকে চমৎকারভাবে সমৃদ্ধ করেছেন। তার কবিতায় যে ছন্দ আর শব্দ প্রয়োগ, তার মুন্সিয়ানা পৃথিবীর কারো লেখায় নেই। তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ কবি।

তিনি তার গানে যে কথা সুর আর তালের সৃষ্টি করেছেন তার ধারের কাছেও যাওয়া অন্য কারো পক্ষে সম্ভব কিনা জানি না। ভারতবর্ষের স্বাধীনতার জন্য সরাসরি তার অবদান আর কোনো কবি সাহিত্যিকের আছে কিনা জানি না। যে কোনো সংগ্রাম আর নিপীড়নের বিরুদ্ধে শক্তি সাহস প্রেরণা নজরুলের গান ও কবিতা। সেই নজরুল আমাদের ধমনীর শিরায় উপশিরায় থাকলেও তাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে আশাব্যঞ্জক কিছু করতে পারিনি। যে ক’জন আমাদের দেশে নজরুল নিয়ে কাজ করছেন তাদের আমাদের স্যালুট। নজরুল একাডেমি ছাড়াও বিভিন্ন জেলা শহরে নজরুলের গান নিয়ে কাজ কিছুটা হচ্ছে। কিন্তু কবিতা খুবই নিগৃহীত। 

বিপাশা গুহঠাকুরতা (১৯৬৬-২০২২)

বিপাশা গুহঠাকুরতা (১৯৬৬-২০২২)

এদেশের কবিতা আবৃত্তির ধারক বাহকরা রবীন্দ্রনাথের কবিতা যতটা আবৃত্তি করে সুখ পান, কেন জানি না ততোটাই নজরুলের কবিতা আবৃত্তিতে অনীহা প্রকাশ করেন। সমকালীন কবিদের তথাকথিত আধুনিক কবিতার জয়জয়কার আর নজরুলের কবিতা সেকেলে ভাবের বলে আবৃত্তির কণ্ঠে তা উচ্চারিত হয় না। রবীন্দ্রনাথ যেমন সর্বকালে আধুনিক কবি তেমনি নজরুলও সর্বকালের আধুনিক কবি। তার কবিতায় যেমন প্রেম উথলি ওঠে বিরহে অশ্রু ঝরে তেমনি সংগ্রামে রক্তে আগুন লাগে। সাম্প্রদায়িকতার বিষবাষ্প যখন আকাশ বাতাস কলুষিত করে তখন নজরুলের গান কবিতা অসাম্প্রদায়িক চেতনায় আমাদের মহীয়ান করে। সাম্য, অধিকার, উঁচু নীচুর ব্যবধান  ভেঙেচুড়ে চুরমার করে একাকার করার শক্তি প্রেরণা তার কবিতা গানে আমরা পেয়েছি। নজরুলের সব সৃষ্টি অনবদ্য অফুরন্ত, আকাশচুম্বী মর্যাদার। 

সেই নজরুলের গানকে চারিদিকে ছড়িয়ে দেয়ার কাজ যে ক’জন করছিলেন তার মধ্যে বিপাশা গুহঠাকুরতা অন্যতম। কমল দাস গুপ্ত, কাননবালা দেবী, ফিরোজা বেগম, সোহরাব হোসেন, ফেরদৌসী বেগম, খালিদ হোসেন, নীলুফার ইয়াসমিন প্রমুখের পড়ে বিপাশা গুহঠাকুরতা অন্যতম। নজরুলের হারিয়ে যাওয়া গানগুলো শুদ্ধ সুরে বিভিন্ন মাধ্যমে গেয়ে নজরুলের সৃষ্টিকে বাঁচিয়ে রাখতে চাইছিলেন বিপাশা গুহঠাকুরতা। তিনি নিরলসভাবে গেয়ে যাচ্ছিলেন তার কালজয়ী গান। নজরুল চর্চায় ফাতেমাতুজ্জোহরা, নাশিদ কামাল, লীনা তাপসী, শহীদুল ইসলাম খাঁন, মিজানুল ইসলাম খাঁন, নীলিমা আক্তার সহ অনেকেই আমাদের ধন্য করেছেন। বিপাশা শুধু গেয়ে নয়, সাংগঠনিকভাবেও নজরুলের সৃষ্টিকে এগিয়ে নিতে চেয়েছেন। তিনি উপলব্ধি করেছেন এককভাবে বা মুষ্টিমেয় কয়েকজনের পক্ষে এই মহান কাজ করা সম্ভব নয়। তাই তিনি সংগঠিত শক্তির চাহিদা অনুভব করেছিলেন। তিনি নজরুলপ্রেমিদের সুসংগঠিত করতে নিরলস পরিশ্রম করে গেছেন। 

বিপাশার অকাল প্রয়াণে আমরা কিংকর্তব্যবিমূঢ় হয়েছি। প্রচন্ড একটা আঘাত আমাদের বুকে হাহাকার তুলেছে। সদা হাস্যজ্বল, শিক্ষিত, মার্জিত, নিরহংকারি, শুদ্ধ চর্চার নজরুল ভক্ত এক নক্ষত্রের ঝরে যাওয়া মেনে নিতে কষ্ট হচ্ছে। তার প্রয়াণবার্ষিকীতে বলতে হয়Ñ আমাদের হৃদয়ে তুমি থাকবে। তোমার শুরু করা অসমাপ্ত কাজ সুচারুরূপে করার চেষ্টা আমরা করবো ইনশাআল্লাহ। তুমি শান্তিতে ঘুমাও প্রিয় বিপাশা। 

জোবাইদুল ইসলাম : লেখক, সংগঠক এবং আইনজীবী।

আজকালের খবর/আরইউ








সর্বশেষ সংবাদ
ইসরায়েল-ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়ানোর ‘সম্ভাবনা’ রয়েছে: ডোনাল্ড ট্রাম্প
ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান
ইসরায়েলের সব বিমানবন্দর ও আকাশসীমা বন্ধ
ক্ষেপণাস্ত্রসহ আকাশপথে ইরানকে সহায়তা করছে চীন-রাশিয়া
রিজার্ভ বেড়ে ২৬.১৫ বিলিয়ন ডলার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
এক ভবঘুরের বস্তায় পাওয়া গেলো তিন লক্ষাধিক টাকা
কি এমন হয়েছিলো দীপার সঙ্গে, যে আত্মহত্যার পথ বেছে নিলেন!
ইরানের হামলায় আটকে গেল নেতানিয়াহুর ছেলের বিয়ে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সবার জন্য জরুরি নির্দেশনা
আখাউড়া সীমান্তে খুলে ফেলা হলো সিসি ক্যামেরা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft