সোমবার ২০ অক্টোবর ২০২৫
সোনাগাজীতে দায়িত্ব থেকে অব্যাহতির পরও দায়িত্ব হস্তান্তর করছেন না উপজেলা প্রেকৌশলী
ফেনী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ৫:৪২ পিএম
ফেনীর সোনাগাজীতে দায়িত্ব থেকে অব্যাহতির পরও দায়িত্ব হস্তান্তর করছেন না উপজেলা প্রেকৌশলী আবদুল কাদের মোজাহিদ। তার এমন আচরণে সোনাগাজী উপজেলায় এত মধু কেন, এসব মুখরোচক আলোচনা হচ্ছে সর্বত্র।

বদলীর আদেশের ১৩ দিনেও সোনাগাজী ছাড়ছেন না তিনি। নির্বাহী প্রকৌশলীর দফতর তাকে ২১ এপ্রিল দায়ীত্ব থেকে অব্যাহতি দিলেও তিনি সোনাগাজীতে থাকতে বদলীর আদেশ কাটাতে নানা চেষ্টা-তদবীর করছেন বলে জানা গেছে। তার স্থলে মো. মনির হোসেন যোগদান করলেও তিনি তাকে আনুষ্ঠানিকভাবে দায়ীত্ব বুঝিয়ে দিচ্ছেন না মোজাহিদ। 

এলজিইডি অফিস সূত্র জানায়, এলজিইডির প্রধান প্রকৌশলী আবদুর রশিদ মিয়া স্বাক্ষরিত চিঠিতে গত ১০ এপ্রিল সোনাগাজী উপজেলা প্রকৌশলী আবদুল কাদের মোজাহিদকে লক্ষ্মীপুর জেলার কমল নগর উপজেলা প্রকৌশলী হিসেবে বদলী করা হয়। অপর এক চিঠিতে চাঁদপুর উত্তর মতলব উপজেলা সহকারি প্রকৌশলী মো. মনির হোসেনকে ৬ষ্ঠ গ্রেডের দায়ীত্ব দিয়ে সোনাগাজী উপজেলা প্রকৌশলীর দফতরে বদলীর আদেশ দেওযা হয়।

মো. মনির হোসেন গত ১৬ এপ্রিল নির্বাহী প্রকৌশলীর দফতরে যোগদান করেন। তিনি সোনাগাজী উপজেলা প্রকৌশলীর কাছ থেকে দায়ীত্ব বুঝে নিতে চাইলে মোজাহিদ কাল ক্ষ্যাপন করতে থাকেন। তিনি মনির হোসেনকে দায়িত্ব না বুঝিয়ে দিয়ে বদলীর আদেশ কাটাতে এলজিইডির প্রধান প্রকৌশলীর দফতরে তদবীর করছেন। 

এ ব্যাপারে জানতে চাইলে সহকারি প্রকৌশলী মো. মনির হোসেন বলেন, আমি উর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে চাকরিবিধি মেনে যোগদান করেছি। কিন্তু উপজেলা প্রকৌশলী আবদুল কাদের মোজাহিদ কি কারণে দায়ীত্ব হস্তান্তর করছেন না, সেটি আমার বোধগম্য নয়। উপজেলা প্রকৌশলী আব্দুল কাদের মোজাহিদকে তার ব্যবহৃত মুঠোফোনে বার বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে এলজিইডিরডির ফেনীর নির্বাহী প্রকৌশলী মাহমৃদ আল ফারুক বলেন, আমি সোনাগাজী উপজেলা প্রকৌশলী আবদুল কাদের মোজাহিদক রিলিজ করে দিয়েছি। তিনি বদলীর আদেশ মডিফাই করার জন্য সময় ক্ষ্যাপন করেছেন। তার ব্যাপারে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ২০২২ সালের ৮ডিসেম্বর আবদুল কাদের মোজাহিদ সোনাগাজী উপজেলা প্রকৌশলী হিসেবে যোগদান করেন।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
৪৯তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ
পুরান ঢাকায় জবি ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
গাজা যুদ্ধের নাম ‘মুক্তিযুদ্ধ’ করার প্রস্তাব নেতানিয়াহুর!
শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা
চট্টগ্রাম বন্দরে গাড়ি প্রবেশে বর্ধিত ফি স্থগিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
গৌরনদীতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
১০০ বিজ্ঞান বিষয়ক শিক্ষককে প্রশিক্ষণ দিল অক্সফোর্ডএকিউএ
প্রজ্ঞাপন প্রত্যাখ্যান, শিক্ষকদের আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা
শিক্ষকদের বাড়িভাড়া ৫ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন
মেট্রো চলাচলের সময় বাড়ল
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft