রবিবার ২২ জুন ২০২৫
বিশ্বনাথে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ভ্রাম্যমাণ পণ্য বিক্রেতা নিহত
মোহাম্মদ নূরুল ইসলাম, বিশ্বনাথ
প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ১০:১৮ এএম
সিলেটের বিশ্বনাথ উপজেলায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিপেশ তালুকদার (৪৫) নামে এক ভ্রাম্যমাণ পণ্য বিক্রেতার নিহত হয়েছেন। 

রবিবার (২০ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাওনপুর গ্রামের পাশের পাঁচপীর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নিপেশ তালুকদার সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার সুনামপুর (রফিনগর) গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে সিলেট শহরের তেমুখি এলাকায় বসবাস করে আসছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিপেশ তালুকদার প্রতিদিন বাইসাইকেলে করে খাজাঞ্চী ইউনিয়নের বিভিন্ন বাজারে কয়েল, জর্দাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করতেন। রবিবার সন্ধ্যায় পণ্য বিক্রি শেষে বাড়ি ফেরার পথে পাঁচপীর বাজারের পশ্চিমে একটি নির্জন সড়কে ছিনতাইকারীরা তার গতিরোধ করে। একপর্যায়ে তার সঙ্গে থাকা টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। তখন ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় নিপেশ দৌড়ে বাজারের একটি দোকানে আশ্রয় নেন। সেখানে তিনি অচেতন হয়ে পড়েন এবং পরবর্তীতে তার মৃত্যু ঘটে।

খবর পেয়ে রাত ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান এবং বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী।

এদিকে, ঘটনার পর রাত ৩টার দিকে বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন থেকে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। আটককৃতরা হলেন- বাওনপুর চরগাঁও গ্রামের মতছির আলীর ছেলে আতিকুর রহমান এবং বাওনপুর গুচ্ছগ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে জসিম উদ্দিন।
¬
বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য ফজলুল হক জানান, নিপেশ তালুকদার প্রতিদিন বাইসাইকেলে পণ্য বিক্রি করতেন। রবিবার সন্ধ্যায় পণ্য বিক্রি শেষে পীরের বাজারের পশ্চিমে পৌঁছালে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তিনি দৌড়ে একটি চায়ের দোকানে গিয়ে পড়ে যান এবং সেখানেই তার¬¬ মৃত্যুু হয়।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান চলছে। ইতোমধ্যে ঘটনার পর রাত ৩টার দিকে জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে।

আজকালের খবর/বিএস 








সর্বশেষ সংবাদ
রবিবার সাবেক তিন সিইসির বিরুদ্ধে মামলা করবে বিএনপি
শ্রদ্ধা ও ভালোবাসায় চঞ্চল মাহমুদের শেষ বিদায়
মা হারালেন অর্ষা
ছাত্র-জনতার অভ্যুত্থান নিয়ে প্রতীকী নাটক
প্রনসের নজরুল-জয়ন্তীতে সংবর্ধিত শিল্পী মইদুল ইসলাম
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
১৫ পার্সেন্ট সেলস গ্রোথ বাড়াতে নির্দেশনা দিলেন দেশবন্ধু গ্রুপের এমডি
সুন্দরগঞ্জে আত্মহত্যার ঘটনায় যুবককে ফাঁসানোর চেষ্টা
মুখ খুললেন শরীয়তপুরের ডিসি ও সেই নারী
ইরানের সঙ্গে ‘দীর্ঘ যুদ্ধের’ প্রস্তুতি নিতে বললেন ইসরায়েলি সেনাপ্রধান
অন্য দেশ পারলেও ইরান কেন পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারবে না?
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft