শনিবার ২৬ এপ্রিল ২০২৫
গাজা যুদ্ধ বন্ধের দাবি জানাল ইসরায়েলের গোলানি ব্রিগেড
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ৪:৫৭ PM
ইসরায়েলি সেনাবাহিনীর একটি পদাতিক ব্রিগেডের সদস্যরা গাজা উপত্যকায় চলমান যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে একটি চিঠিতে স্বাক্ষর করেছেন। ইসরায়েলে দীর্ঘস্থায়ী এই যুদ্ধের বিরুদ্ধে জনরোষ তীব্র হয়ে উঠেছে। এর আগেও ইসরায়েলের প্রায় এক হাজার সেনা গাজা যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়ে চিঠি লিখেছিলেন। 

ইসরায়েলি সেনাবাহিনী রেডিও জানিয়েছে, গোলানি ব্রিগেডের ১৫০ জন সেনা গাজায় আটক ইসরায়েলি বন্দীদের মুক্তি নিশ্চিত করার লক্ষ্যে অবিলম্বে আলোচনার দাবি জানিয়ে ওই চিঠিতে স্বাক্ষর করেছেন।

গত বৃহস্পতিবার থেকে গাজা যুদ্ধ বন্ধ চেয়ে কমপক্ষে দশটি  আবেদনপত্র জমা পড়েছে। যেগুলোতে বলা হয়েছে, তেল আবিব সরকারের উচিত ইসরায়েলি বন্দীদের ফিরিয়ে আনাকে অগ্রাধিকার দেওয়া। যদি এ জন্য যুদ্ধের ইতি টানতে হয়, তাও করতে হবে।

প্রথম আবেদনপত্রে ইসরায়েলি বিমান বাহিনীর রিজার্ভ বর্তমান এবং সাবেক এক হাজার সদস্য স্বাক্ষর করেছিলেন। তারা বলেছিলেন, গাজা আক্রমণ প্রধানত রাজনৈতিক এবং ব্যক্তিগত স্বার্থে কাজে লাগানো হচ্ছে। এর সাথে ইসরায়েলি নিরাপত্তা কোনো বিষয় সম্পৃক্ত নয়।

তারা ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে নৃশংস গণহত্যা চালিয়ে যাওয়ার বিষয়েও সমালোচনা করেন। তাদের মতে ক্ষমতায় টিকে থাকতেই এই যুদ্ধকে হাতিয়ার বানানো হয়েছে। এই চিঠির জবাবে ইসরায়েলি চিফ অফ স্টাফ ইয়াল জামির আবেদনে স্বাক্ষরকারী সক্রিয়-কর্তব্যরত রিজার্ভ সেনাদের বরখাস্ত করেন।

নেতানিয়াহু এই বরখাস্ত প্রক্রিয়াকে সমর্থন করেন। তিনি দাবি করেন, আবেদনটি বিদেশি অর্থায়নে পরিচালিত একটি ছোট মৌলবাদী দলের। তারা মন্ত্রিসভার পতন ঘটানোর চেষ্টা করছে।

আরেকটি পৃথক আবেদনে প্রায় ১৫০ জন অবসরপ্রাপ্ত নৌ কর্মকর্তা, ২৫০ জনেরও বেশি রিজার্ভ এবং সামরিক বাহিনীর ইউনিট ৮ হাজার ২০০ প্রবীণ সেনা এবং ১ হাজার ৫২৫ জন আর্মার্ড কোরের প্রবীণ সেনা স্বাক্ষর করেছেন। যার মধ্যে সাবেক প্রধানমন্ত্রী এবং চিফ অফ স্টাফ এহুদ বারাকও রয়েছেন।

ইসরায়েলের উচ্চ-প্রযুক্তি খাতের প্রায় ৫০০ উদ্যোক্তা, বিনিয়োগকারী এবং কর্মী, সেইসাথে ২ হাজার ইসরায়েলি সামরিক ডাক্তার এবং ৬ হাজার জনেরও বেশি শিক্ষাবিদ এবং শিক্ষা কর্মকর্তাও একই রকম একটি চিঠি লিখেছেন।

অন্যান্য আবেদনপত্রে ইসরায়েলের মোসাদ এবং শিন বেত গুপ্তচর সংস্থার শত শত প্রবীণ সেনা, ইসরায়েলি সামরিক বাহিনীর পদাতিক ইউনিট, প্যারাট্রুপার এবং বিশেষ বাহিনীর ১৫ শ' জনেরও বেশি প্রবীণ সেনা স্বাক্ষর করেছেন। তবে এসব চিঠিকে নিজের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে প্রচার করছেন নেতানিয়াহু। তিনি কোনোভাবেই গাজা যুদ্ধ বন্ধ করতে চাইছেন না। সূত্র: প্রেস টিভি

আজকালের খবর/বিএস 








সর্বশেষ সংবাদ
পোপ ফ্রান্সিসের মরদেহে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
‘পাকিস্তানে সিন্ধু নদের এক ফোঁটা পানিও যেতে দেবে না ভারত’
তারেক রহমানকে নিয়ে দ্য উইকের কাভার স্টোরি ‘নিয়তির সন্তান’
যেমন প্রত্যাশা করেছিলাম, এই সরকার তেমন করে হয়নি: ফরহাদ মজহার
তামিমদের হস্তক্ষেপে হৃদয়ের শাস্তি এক বছর পেছাল বিসিবি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জাবিতে ছাত্রদলের আহ্বায়ক কমিটি বিলুপ্তিসহ ৫ দফা দাবি
টেকনাফে গাছ পড়ে এক ব্যক্তির মৃত্যু
ইবিতে গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯৬.১৮ শতাংশ
এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় সুখবর, বাড়ছে ভাতা
তারেক রহমানকে নিয়ে দ্য উইকের কাভার স্টোরি ‘নিয়তির সন্তান’
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft