শনিবার ২৬ এপ্রিল ২০২৫
মাইলস্টোন কলেজে বর্ষবরণের বর্ণিল আয়োজন
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ৪:৩০ PM
আবহমান সংস্কৃতির চিরায়ত আয়োজনে নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দকে স্বাগত জানালো রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ ও মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল। আমাদের সর্বজনীন লোকজ উৎসব পহেলা বৈশাখ উদযাপন ও বাংলা নতুন বছর ১৪৩২ বঙ্গাব্দকে স্বাগত জানাতে প্রাণবন্ত রূপ নেয় উত্তরার ডিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের সবুজ প্রাঙ্গণ। 

এ উপলক্ষে মাইলস্টোন কলেজের কামালউদ্দিন সেমিনার হলে আয়োজন করা হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের। বাংলা বর্ষবরণের সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের পরিবেশিত নাচ, গান, আবৃত্তি, নাটিকা ও নানাবিধ দেশাত্ববোধক পরিবেশনা উপস্থিত সকলকে মনে করিয়ে দেয় আমাদের গৌরবময় লোকসংস্কৃতির কথা।

মাইলস্টোন কলেজ ও মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল আয়োজিত বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম, মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল’ ডিয়াবাড়ি ক্যাম্পাসের অধ্যক্ষ ক্যাপ্টেন মো. জাহাঙ্গীর আলম খান (অব.) এবং প্রধান শিক্ষিকা মিসেস খাদিজা আক্তার প্রমুখ। 

মাইলস্টোন আয়োজিত বাংলা বর্ষবরণ অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেন, বাংলা নতুন বছরকে স্বাগত জানিয়ে বৈশাখ মাসের প্রথম দিনটি উদযাপন বাঙালির ঐতিহ্যগত সংস্কৃতির গুরুত্বপূর্ণ অধ্যায় যা আমাদের অস্তিত্বের সাথে বহুকাল থেকে মিশে আছে। অধ্যক্ষ বলেন, নতুন বছর মানেই নতুন সম্ভাবনা, নতুন কিছু স্বপ্ন। নিয়মিত জ্ঞানচর্চার মাধ্যমে শিক্ষার্থীরা এই স্বপ্ন ও সম্ভাবনার সাথে একাত্মতা প্রকাশ করবে যা তাদের সামনের দিনগুলোকে করবে আরও সুন্দর এবং সাফল্যময়।   

আজকালের খবর/বিএস 








সর্বশেষ সংবাদ
পোপ ফ্রান্সিসের মরদেহে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
‘পাকিস্তানে সিন্ধু নদের এক ফোঁটা পানিও যেতে দেবে না ভারত’
তারেক রহমানকে নিয়ে দ্য উইকের কাভার স্টোরি ‘নিয়তির সন্তান’
যেমন প্রত্যাশা করেছিলাম, এই সরকার তেমন করে হয়নি: ফরহাদ মজহার
তামিমদের হস্তক্ষেপে হৃদয়ের শাস্তি এক বছর পেছাল বিসিবি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জাবিতে ছাত্রদলের আহ্বায়ক কমিটি বিলুপ্তিসহ ৫ দফা দাবি
টেকনাফে গাছ পড়ে এক ব্যক্তির মৃত্যু
ইবিতে গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯৬.১৮ শতাংশ
এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় সুখবর, বাড়ছে ভাতা
তারেক রহমানকে নিয়ে দ্য উইকের কাভার স্টোরি ‘নিয়তির সন্তান’
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft