দিনাজপুরে মহানবীকে কটূক্তি, উত্তেজনার মধ্যে বাড়িছাড়া তরুণের পরিবার
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ১১:১৬ পিএম
মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে নিয়ে এক তরুণ ফেইসবুকে কটূক্তি করেছেন- এমন অভিযোগে দিনাজপুর সদর উপজেলার একটি এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যেই হিন্দু সম্প্রদায়ের ওই তরুণের পরিবার বাড়ি ছেড়ে গেছে।

এ ছাড়া ওই তরুণের পোস্ট শেয়ার করার অভিযোগে স্থানীয় এক স্কুল শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনার দুই দিন পর রবিবার মামলা করা হলে শিক্ষককে গ্রেপ্তার করা হয় বলে জানান দিনাজপুর কোতোয়ালি থানায় ওসি মতিউর রহমান।

গ্রেপ্তার উপেন চন্দ্র রায় সদর উপজেলার বনতারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।

মামলার প্রধান আসামি ২৪ বছরের সবুজ দাস সদর উপজেলার বনতারা গ্রামের কমল দাসের ছেলে। তিনি ঢাকার একটি তৈরি পোশাক কারখানায় কাজ করেন।

মামলায় বলা হয়েছে, “১ এপ্রিল সবুজ দাস নিজ ফেইসবুক আইডি থেকে মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে নিয়ে স্ট্যাটাস দেন। এতে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে উসকানি প্রদান এবং হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে সম্প্রতি বিনষ্ট করে অস্থিরতা সৃষ্টি করে আইনশৃঙ্খলা অবনতি ঘটানোর চেষ্টা করা হয়েছে।

এ ছাড়া বনতারা গ্রামের তিন পাশে ভারতের সীমানা থাকায় রাষ্ট্রের অখণ্ডতা ও নিরাপত্তা বিপন্ন করার চেষ্টার অভিযোগ করা হয়েছে মামলায়।

এর আগে রবিবার ওই তরুণকে গ্রেপ্তার দাবিতে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয় লোকজন। পরে প্রশাসনের কর্মকর্তাদের হস্তক্ষেপে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেয় জনতা।

এ ঘটনার পর থেকে সদর উপজেলার শংকরপুর ইউনিয়নের মহনপুর-বনতারাসহ আশপাশ এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

পরে এ ঘটনায় সবুজ দাসকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন বনতারা গ্রামের তসলিম উদ্দিন সরকার।

ওসি মতিউর রহমান বলেন, সবুজ দাসের পোস্ট শেয়ারের অভিযোগে স্কুল শিক্ষক উপেন চন্দ্র রায়কে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া প্রধান আসামি সবুজ দাসকে গ্রেপ্তারে অভিযান চলছে।


আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
দেশে প্রথমবারের মতো সি-ফুড কর্মশালা অনুষ্ঠিত
৩ আগস্ট বাংলাদেশের জন্য নতুন কিছু আসছে
কসবা-আখাউড়ার অধিকাংশ রাস্তা ব্যবহার উপযোগী নয়
মিশুকের পরিবর্তে সিএনজি অটোরিক্সা প্রতিস্থাপনে আলোচনা সভা
পঞ্চগড়ে ৯ জনকে পুশইন বিএসএফের, মেহেরপুরে ১৭ জনকে হস্তান্তর
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বরিশালের গৌরনদীতে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন যুবদল নেতা সরদার মোহাম্মদ
জুলাইয়ে মব তৈরি করে ১৬ জনকে হত্যা, অজ্ঞাতনামা ৫১ লাশ উদ্ধার
বাজারে সবজিসহ পেঁয়াজ-মুরগি-ডিমের দাম বেড়েছে
কাপাসিয়ায় শাপলা দেখতে গিয়ে নৌকাডুবে দুই বন্ধুর মৃত্যু
জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি: সালাহউদ্দিন আহমদ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft