মঙ্গলবার ২ সেপ্টেম্বর ২০২৫
কাজী হায়াৎ-কে হেনস্তা, চলচ্চিত্র অঙ্গনের প্রতিবাদ
আনন্দমেলা প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ৫:৩৮ পিএম
চিত্রনায়ক শাকিব খানের ভক্তদের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ এনেছেন খোদ চিত্রনায়ক কাজী মারুফ। তিনি পিতা বরেণ্য পরিচালক কাজী হায়াৎ’র ইস্যুতে শাকিবকে বিষয়টি দেখার আহ্বান জানিয়েছেন। এদিকে কাজী হায়াৎকে ‘পিতৃতুল্য কিংবদন্তী’ উল্লেখ করে এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল। পাশাপাশি এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন চলচ্চিত্র অঙ্গনের অন্যান্য নেতৃবৃন্দ।

গত মঙ্গলবার ‘বরবাদ’ সিনেমার প্রদর্শন দেখতে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে গিয়েছিলেন নির্মাতা ও বোর্ড সদস্য কাজী হায়াত। সিনেমা দেখে বের হওয়ার সময় গেটে তার গাড়ি আটকে রাখেন শাকিব খানের ভক্তরা। 

কাজী হায়াৎ গাড়ি থেকে নেমে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলে, ‘তুমি কে আমি কে, শাকিবিয়ান, শাকিবিয়ান’ বলে স্লোগান দিতে থাকেন। এ সময় বর্ষীয়ান এই নির্মাতার সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয় ভক্তদের। এসময় কাজী হায়াৎকে উত্তেজিত করে তোলে ২০-২৫ জন ভক্ত। ভিডিও ফুটেজে দেখা যায় তারা কাজী হায়াৎকে হেনস্তা করার চেষ্টা করেছেন। 

এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন কাজী হায়াৎপুত্র চিত্রনায়ক কাজী মারুফ। বিষয়টি নিয়ে ফেসবুক লাইভে কথা বলেন তিনি। ‘কাজী হায়াৎ বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য। উনি যেটা করেছেন, তা একান্ত ওনার ব্যাপার। বা উনি যা সিদ্ধান্ত নিয়েছেন, তা সেই ছবির ভালোর জন্যই নিয়েছেন, দেশের জন্য করেছেন।’

বাবার মন্তব্য প্রসঙ্গে মারুফ বলেন, ‘মারুফের লোক আছে বলে বাবা বুঝিয়েছেন, আমার দর্শক আছে। একসময় আমার দর্শক ছিল।’’

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই কাজী হায়াৎ’র সিনেমায় অশ্লীল বাক্য ও গালির ব্যবহার নিয়ে সমালোচনা করেছেন। এ বিষয়ে মারুফের ভাষ্য, ‘কাজী হায়াতের সিনেমায় অশ্লীল বাক্য ছিল। ‘‘ধর’’ সিনেমার কথা বলবেন? যদি আপনার এ সিনেমা বোঝার ক্ষমতা থাকে, তাহলে আপনারা নীতিবান হবেন, দেশকে নিয়ে ভাববেন। যেন এই সিনেমার মান্নার ক্যারেক্টারের মতো আর কেউ তৈরি না হয়।’

এছাড়া শাকিব খানের সঙ্গে বেশ ভালো সম্পর্ক কাজী মারুফের। এই চিত্রনায়ক মনে করছেন, দুজনের সম্পর্ক নষ্ট করার জন্য অনেকেই এমন করছেন।  মারুফ বলেন, ‘শাকিবের সঙ্গে সম্পর্ক ভালো, আপনাদের এটা নষ্ট হতে দেবেন না। আর নষ্ট হলে আমার কিছু যাবে আসবে না, আমার বাবারও কিছু আসবে যাবে না। এমনকি শাকিবের ক্ষেত্রেও সেইম।’

সবশেষ সামাজিক মাধ্যমে ভক্তদের এমন বাড়াবাড়ি বন্ধে শাকিবকেই উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন মারুফ। এই নায়ককে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘শাকিব তোমাকে ইচ্ছা করেই ফোন দিইনি, তুমি বিষয়টি দেখো।’

অপরদিকে এ ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে পরিচালক সমিতির উপেদেষ্টা দেলোয়ার জাহান ঝন্টু বলেন, কাজী হায়াত একজন সিনিয়র পরিচালক। বয়স্ক মানুষ। কোনোভাবেই তার সঙ্গে এমন আচরণ ঠিক হয়নি। শাকিবকে অনুরোধক করবো তুমি নিজে তিক্ততা মিটিয়ে ফেলো, সে তোমার পিতার বয়সী।

প্রভাবশালী প্রযোজক এবং শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে একটি পোস্ট দেন। লিখেন- ‘আমার সিনেমা জগতে আগমনের পেছনে যিনি পথপ্রদর্শক, যিনি এক অর্থে আমার সিনেমার জন্মদাতা। তিনি কিংবদন্তি পরিচালক কাজী হায়াৎ। তিনি শুধু একজন সফল নির্মাতাই নন, আমার জন্য পিতৃতুল্য একজন মানুষ, যার হাত ধরে আমি নতুনভাবে পথচলা শুরু করি। তার প্রতি আমার অগাধ শ্রদ্ধা, ভালোবাসা এবং কৃতজ্ঞতা চিরকাল থাকবে।’

তিনি আরো লিখেন- ‘কিন্তু দুঃখজনকভাবে, এমন একজন গুণী ও বর্ষীয়ান ব্যক্তিত্বের সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, তা অত্যন্ত লজ্জাজনক এবং নিন্দনীয়। আমার কাছে এটি ইচ্ছাকৃত বলেই মনে হয়েছে- একজন সম্মানিত ব্যক্তিকে ছোট করার ব্যর্থ প্রচেষ্টা। অথচ ইতিহাস সাক্ষী, সূর্যের আলো ঢেকে রাখা যায় না, কিংবদন্তির সম্মান কেড়ে নেওয়া যায় না।’
‘আমরা সম্মানের সঙ্গে পথ চলতে শিখেছি, সম্মান দিতে জানি। তাই এমন অন্যায় আচরণের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট। আমি, এই ঘটনার তীব্র নিন্দা জানাই’- যোগ করেন ডিপজল।

চলচ্চিত্র চিত্রগ্রাহক সংস্থার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মজনু বলেন, আমি ঘটনা শুনেছি। দুঃখজনক। এ সময় কাজী হায়াৎ-এর পাশে যেমন সকলের দাঁড়ানো উচিৎ, আবার শাকিবও আমাদের ইন্ডাস্ট্রির। ওই ভক্তরা আমাদের ভেতরের ইমোশনকে বুঝবে না। যদিও ঘটনার জন্য শাকিব দায়ী এটা আমরা বলছি না, তবে শাকিব তার জায়গা থেকে কাজী হায়াৎ-এর সঙ্গে কথা বললেই আশা করছি সব ঠিক হয়ে যাবে। আমরা এমন সুন্দর সহাবস্থান দেখার অপেক্ষায়।

শাকিবের উচ্ছৃঙ্খল ভক্তদের ‘গুন্ডা’ আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সিনিয়র পরিচালক রায়হান মুজিব। তিনি লিখেছেন- “কাজী হায়াৎ একজন গুনি নির্মাতা। জাতীয় পুরস্কারসহ দেশে বিদেশে তিনি বহুবার সম্মানিত হয়েছেন।  তার সাথে ছবির সেন্সর নিয়ে কিছু বহিরাগত গুন্ডা যে আচরণ করেছে আমি এর জোর প্রতিবাদ জানাচ্ছি এবং এর কঠিন বিচার দাবি করছি ।”

অপরদিকে, কাজী হায়াৎ-এর সঙ্গে শাকিব ভক্তদের অসৌজন্যমূলক আচরণ নিয়ে মুখ খুলেছেন নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী।

ফেসবুক পোস্টে ওমর সানী লিখেছেন, ‘কাজী হায়াত (ৎ) কিংবদন্তির নাম, যদিও তার সঙ্গে আমার কোনো ছবি নেই, কিন্তু ওনাকে শ্রদ্ধা করি। ওনার সঙ্গে যে ব্যবহারটা করা হয়েছে, এটা খুবই দুঃখজনক। আমার কাছে মনে হয়েছে ইনটেনশনালি (ইচ্ছাকৃত) করা, যাহোক আমরা সম্মানের সঙ্গে থাকি।


আজকালের খবর/আতে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
রাস্তা বন্ধ করে চলাচল করা জিএমপির সেই কমিশনারকে প্রত্যাহার
শুভেচ্ছা জানাতে বিএনপির গুলশান কার্যালয়ে এনসিপি নেতারা
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলা থেকে ৩৫ জন অব্যাহতি পাচ্ছেন
ডাচদের উড়িয়ে বাংলাদেশের হ্যাটট্রিক সিরিজ জয়
নির্বাচন আয়োজনের জন্য আমরা পূর্ণ প্রস্তুতি নিয়ে রাখব: সিইসি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বরিশালের গৌরনদীতে নানান কর্মসূচীর মধ্যে দিয়ে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ডাকসু নির্বাচন স্থগিত
উলিপুরে ২৪ টাকা কেজি দরে আটা বিক্রির উদ্ধোধন
উলিপুরে ইউনিয়ন খাদ্যবান্ধব কমিটির মাধ্যমে চাল বিতরন
নোয়াখালীতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft