শনিবার ১৯ এপ্রিল ২০২৫
ক্ষমতায় যেতে হলে মানুষের পাশে থাকতে হবে: বিএনপি নেতা কামরুল
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ৯:৩৮ PM
তাহিরপুরে বিএনপি চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান, সুনামগঞ্জ-১ আসনে মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুলের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৫ মার্চ) বিকালে উপজেলা সদর মিনি স্টেডিয়ামে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

এতে জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা অংশগ্রহণ করেন । ইফতার মাহফিল পূর্বে আলোচনা সভায়  সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী। এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল। 

তিনি বলেন- আমি আজ আপনাদের দেখে আনন্দিত। ফ্যাসিস্ট সরকারের কবল থেকে বের হয়ে দীর্ঘ ১৭ বছর পর আমরা প্রাণ খুলে কথা বলতে পারছি। মনে রাখবেন ফ্যাসিস্টরা কোন সময় আর মানুষের মনে ঠাই পাবে না। আমরা ফ্যাসিস্টদের বিরুদ্ধে শত খানেক লোক আন্দোলন সংগ্রাম করতাম, কিন্তু আজ ফ্যাস্টি মুক্ত হওয়ায় আমরা নির্দ্বিধায় এক সাথে জড়ো হতে পারছি। এই আন্দোলনের সাথী ভাইদের আমরা যেন ভুল না যাই। সকলে মিলে আগামীর সমৃদ্ব বাংলাদেশ গড়ে তুলতে হবে। তিনি আরো বলেন আমরা কিন্তু ক্ষমতায় যাই নাই । ক্ষমতায় যেতে হলে সাধারণ মানুষের আকাঙ্ক্ষার দিকে থাকতে হবে। দলকে ক্ষমায় নিতে হলে মানুষের পাশে থাকতে হবে।  

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ, জেলা শ্রমিকদলের সাধারন সম্পাদক লোকমান আহমেদ,, বিএনপি নেতা আবুল হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাখাওয়াত হোসেন, মেহেদী হাসান উজ্জ্বল, সবুজ আলম, উপজেলা জামায়াতের আমির রুকন উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল হাসান রাসেল, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।

আজকালের খবর/বিএস 








সর্বশেষ সংবাদ
বিচারকাজ পরিচালনায় আপিল বিভাগে নতুন দুই বেঞ্চ
বিচার-সংস্কার-গণপরিষদ নির্বাচনের দাবিতে মাঠে নামছে এনসিপি
থানায় বসে ওসির টাকা নেওয়ার ভিডিও ভাইরাল
চীন মালিকানাধীন ব্যাটারি কারখানায় ডাকাতি, মালামাল লুট
চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ বন্ধের ইঙ্গিত ট্রাম্পের
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ভর্তি পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে কুবি শিবিরের ‘ফ্রি’ বাস সার্ভিস
কুবিতে চার বছর পর নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা শুরু কাল
বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি জনসভা ঘিরে উত্তেজনা
ভাটারায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া, যুবক গ্রেপ্তার
জাবিতে থিসিস ফলাফলে অনিয়মের অভিযোগ ‘চক্রান্তমূলক’, শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft