প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ৮:৩২ PM

চুয়াডাঙ্গা দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি চিনিকল এলাকায় শক্তিশালী বোমা উদ্ধার মামলায় কেরু শ্রমিক ও সাবেক বিএনপি নেতা ইউপি চেয়ারম্যানের ছেলে রাশেল উদ্দিন টগর (৩৭) কে গ্রেপ্তার করেছে দর্শনা থানা পুলিশ।
সোমবার ২৪ মার্চ রাতে দর্শনা বাসস্ট্যান্ডের সুমন কফি হাউসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান বেনা মিয়ার ছেলে ও কেরু অ্যান্ড কোম্পানি ফার্মের করণিক পদে কর্মরত এবং কেরু শ্রমিক ও কর্মচারীর ইউনিয়নের সাবেক সভাপতি ফিরোজ আহমেদ সবুজে ফুফাত ভাই ও একনিষ্ঠ কর্মী। মঙ্গলবার ২৫ মার্চ দুপুরে পুলিশ তাকে চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতে সোপর্দ করে ৭ দিনের রিমান্ডের আবেদন করে।
গত ১৩ ফেব্রুয়ারি দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির জেনারেল অফিসের পাশে ক্লাবের পাশে একটি শক্তিশালী ককটেল বোমা উদ্ধার করে পুলিশ ও সেনাবাহিনী। এছাড়াও কেরু এলাকাসহ দর্শনার ৫টি স্থানে এক মাসে একটি বিস্ফোরিত সহ ১৭ শক্তিশালী ককটেল বোমা বোমা উদ্ধার করে পুলিশ ও সেনাবাহিনী। এ ঘটনায় দর্শনা থানায় পৃথক ৩ টি মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় পর তিনজন আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শহিদ তিতুমীর বলেন, সোমবার সন্ধ্যার পর কেরু এলাকায় শক্তিশালী ককটেল বোমা উদ্ধার মামলায় রাশেল উদ্দিন টগরকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।
আজকালের খবর/বিএস