প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ৭:৩৫ PM

বগুড়া সোনাতলায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায করে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) বগুড়া সোনাতলা উপজেলা বিএনপি যুবদল, কৃষকদল, তাঁতীদল সহ সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে মধুপুর ঈদগাহ মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা, বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনের সাবেক সফল এমপি কাজী রফিকুল ইসলাম।
সোনাতলা উপজেলা কৃষকদলের আহ্বায়ক এমদাদুল হক বাদশার সভাপতিত্বে ও মধুপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জুলফিকার রহমানের সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- সোনাতলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউর হক লিপন, পাকুল্লা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জি এম আলী হাসান নারুল, সোনাতলা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. রাশেদুর রহমান হান্নান, সোনাতলা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান বাবু, সোনাতলা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, সোনাতলা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ খোকন।
উপস্থিত ছিলেন- পাকুল্লা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম, পাকুল্লা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রুহুল আমীন রুনু, জোরগাছা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রাজু আহমেদ, যুবদলের সদস্য সচিব নাজমুল হক জুয়েল, মধুপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল হাই প্রধান, যুবদলের যুগ্ম আহ্বায়ক ফুলেনেওয়াজ নাইদ, যুবদলের যুগ্ম আহ্বায়ক হেলাল, মধুপুর ইউনিয়ন কৃষকদের আহ্বায়ক মোঃ মোখলেছার রহমান, কৃষকদলের সদস্য সচিব আব্দুল মোমিন প্রধান, কৃষক দলে যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন, কৃষক দলে যুগ্ম আহ্বায়ক ছামছুল, কৃষক দলে যুগ্ম আহ্বায়ক শাহ আলম, কৃষক দলের ০২নং ওয়ার্ড সভাপতি রেজাউল করিমসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আজকালের খবর/বিএস