শনিবার ১৯ এপ্রিল ২০২৫
এবার আলোচনায় ফারিয়া-সজলের ‘ব্যবধান’
আনন্দমেলা প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ৫:৫৮ PM আপডেট: ২৫.০৩.২০২৫ ৬:১০ PM
উৎসব মানেই নিত্যনতুন ছবি, তার সঙ্গে মন মাতানো কিছু গান। আসছে ঈদেও ব্যতিক্রম ঘটল না। মুক্তির অপেক্ষায় থাকা ছবিগুলোর গান আসছে একে একে। ইতোমধ্যে ঝড় তুলেছে নুসরাত ফারিয়ার ‘জ্বীন ৩’ ছবির গান ‘কন্যা’। যেখানে অভিনেতা সজলের সঙ্গে নায়িকার নাচের ঝলকানি মন কেড়েছে সবার। এ গানটির রেশ কাটতে না কাটতেই আজ প্রকাশিত ‘জ্বীন ৩’-এর দ্বিতীয় গান ‘ব্যবধান’।

সোমবার বিকেলে গানটি প্রকাশ করা হয়। এসময় উপস্থিত ছিলেন অভিনয়শিল্পী নুসরাত ফারিয়া, সজল, জাজ মাল্টিমিডিয়ার কর্নধর আবদুল আজিজ, নির্মাতা কামরুজ্জামান রোমানসহ আরও অনেকে।

আবদুল আজিজের লেখায় গানটি গেয়েছেন কণ্ঠশিল্পী খেয়া। মিউজিক করেছেন ওয়াহিদ শাহীন। রোমান্টিক ঘরানার এ গানটিও ফারিয়াকে বেশ মিষ্টিরূপেই হাজির করা হয়েছে।

ফারিয়া বলেন, ‘কন্যারে গানের তো দারুণ রেসপন্স পেয়েছি। সেটি বড় আয়োজনের উৎসবের গান ছিল। ব্যবধান হচ্ছে রোমান্টিক গান। এই গানটিও দর্শকশ্রোতার ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’

২০২৩ সালের রোজার ঈদে মুক্তি পেয়েছিল জাজ মাল্টিমিডিয়ার সিনেমা ‘জ্বীন’। নাদের চৌধুরী পরিচালিত সিনেমাটি দর্শকের মাঝে বেশ কৌতূহল তৈরি করেছিল। সেই ধারাবাহিকতায় গত বছর মুক্তি পেয়েছিল ‘মোনা: জ্বীন ২’। এটি পরিচালনায় ছিলেন কামরুজ্জামান রোমান। 

জাজ জানিয়েছে, ঢাকার সিনেপ্লেক্সে ভালো ব্যবসা করেছিল ভৌতিক ঘরানার সিনেমাটি। এবার আসছে ‘জ্বীন ৩’। এই সিনেমা দিয়ে সাত বছর পর জাজ মাল্টিমিডিয়ার সিনেমায় দেখা যাবে চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে।

আজকালের খবর/আতে








সর্বশেষ সংবাদ
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে এনসিপি
১৪ ঘণ্টা পর বাড়ির সামনেই মিলল খালে পড়া সেই শিশুর মরদেহ
বিচারকাজ পরিচালনায় আপিল বিভাগে নতুন দুই বেঞ্চ
বিচার-সংস্কার-গণপরিষদ নির্বাচনের দাবিতে মাঠে নামছে এনসিপি
থানায় বসে ওসির টাকা নেওয়ার ভিডিও ভাইরাল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ভর্তি পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে কুবি শিবিরের ‘ফ্রি’ বাস সার্ভিস
কুবিতে চার বছর পর নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা শুরু কাল
বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি জনসভা ঘিরে উত্তেজনা
ভাটারায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া, যুবক গ্রেপ্তার
জাবিতে থিসিস ফলাফলে অনিয়মের অভিযোগ ‘চক্রান্তমূলক’, শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft