প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ৫:৫৮ PM আপডেট: ২৫.০৩.২০২৫ ৬:১০ PM

উৎসব মানেই নিত্যনতুন ছবি, তার সঙ্গে মন মাতানো কিছু গান। আসছে ঈদেও ব্যতিক্রম ঘটল না। মুক্তির অপেক্ষায় থাকা ছবিগুলোর গান আসছে একে একে। ইতোমধ্যে ঝড় তুলেছে নুসরাত ফারিয়ার ‘জ্বীন ৩’ ছবির গান ‘কন্যা’। যেখানে অভিনেতা সজলের সঙ্গে নায়িকার নাচের ঝলকানি মন কেড়েছে সবার। এ গানটির রেশ কাটতে না কাটতেই আজ প্রকাশিত ‘জ্বীন ৩’-এর দ্বিতীয় গান ‘ব্যবধান’।
সোমবার বিকেলে গানটি প্রকাশ করা হয়। এসময় উপস্থিত ছিলেন অভিনয়শিল্পী নুসরাত ফারিয়া, সজল, জাজ মাল্টিমিডিয়ার কর্নধর আবদুল আজিজ, নির্মাতা কামরুজ্জামান রোমানসহ আরও অনেকে।
আবদুল আজিজের লেখায় গানটি গেয়েছেন কণ্ঠশিল্পী খেয়া। মিউজিক করেছেন ওয়াহিদ শাহীন। রোমান্টিক ঘরানার এ গানটিও ফারিয়াকে বেশ মিষ্টিরূপেই হাজির করা হয়েছে।
ফারিয়া বলেন, ‘কন্যারে গানের তো দারুণ রেসপন্স পেয়েছি। সেটি বড় আয়োজনের উৎসবের গান ছিল। ব্যবধান হচ্ছে রোমান্টিক গান। এই গানটিও দর্শকশ্রোতার ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’
২০২৩ সালের রোজার ঈদে মুক্তি পেয়েছিল জাজ মাল্টিমিডিয়ার সিনেমা ‘জ্বীন’। নাদের চৌধুরী পরিচালিত সিনেমাটি দর্শকের মাঝে বেশ কৌতূহল তৈরি করেছিল। সেই ধারাবাহিকতায় গত বছর মুক্তি পেয়েছিল ‘মোনা: জ্বীন ২’। এটি পরিচালনায় ছিলেন কামরুজ্জামান রোমান।
জাজ জানিয়েছে, ঢাকার সিনেপ্লেক্সে ভালো ব্যবসা করেছিল ভৌতিক ঘরানার সিনেমাটি। এবার আসছে ‘জ্বীন ৩’। এই সিনেমা দিয়ে সাত বছর পর জাজ মাল্টিমিডিয়ার সিনেমায় দেখা যাবে চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে।
আজকালের খবর/আতে