শনিবার ১৯ এপ্রিল ২০২৫
ফিয়ারলেস: দেয়ালচিত্রে সাহসের গল্প
আনন্দমেলা প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ৫:৫৫ PM
কলম্বোতে আয়োজিত “ফিয়ারলেস অ্যাম্বাসেডরশিপ” প্রকল্পে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন বগুড়ার চিত্রশিল্পী আহসানা আঙ্গনা। দক্ষিণ এশিয়ার নারীদের শিল্পের মাধ্যমে শক্তি ও প্রতিবাদের ভাষা তুলে ধরতে এই উদ্যোগের যাত্রা শুরু হয় ভারতীয় শিল্পী শিলো শিভ সুলেমানের হাত ধরে, নির্ভয়া ঘটনার পর ২০১২ সালে।

দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে নির্বাচিত ১৫ জন নারী শিল্পীর সঙ্গে আহসানা আঙ্গনা অংশ নেন কলম্বোর এক অনন্য কর্মশালায়। সেখানে তাঁদের নিজস্ব জীবনের গল্প, সংগ্রাম ও স্বপ্নের আলোকে স্ব-প্রতিকৃতি আঁকার মাধ্যমে যাত্রা শুরু হয়। এরপর স্থানীয় কমিউনিটির সঙ্গে সংযোগ তৈরি করে, তাদের জীবনের লড়াই ও অভিজ্ঞতা আত্মস্থ করেন শিল্পীরা।

এক সপ্তাহব্যাপী এই কর্মশালার অন্যতম প্রধান আকর্ষণ ছিল দেয়ালচিত্র আঁকা। কলম্বোর ঐতিহ্যবাহী “রিও সিনেমা” ভবনের দেয়ালে প্রতিটি শিল্পী তুলির আঁচড়ে ফুটিয়ে তুলেছেন সাহস, প্রতিরোধ ও আশার গল্প। তাদের সৃজনশীলতায় উঠে এসেছে সমাজ, প্রকৃতি ও নারীর সংগ্রামী কণ্ঠস্বর।

এই কর্মশালার অভিজ্ঞতা নিয়ে আহসানা আঙ্গনা দেশে ফিরেই বগুড়ায় এমনই এক শিল্পকর্ম গড়ে তুলতে চান। তাঁর লক্ষ্য—নারী কেন্দ্রিক কমিউনিটির পাশে দাঁড়িয়ে তাঁদের জীবনের অজানা গল্পগুলো দেয়ালচিত্রে রূপ দেওয়া, যাতে সমাজের সকল স্তরের মানুষ অনুপ্রাণিত হতে পারেন।

“ফিয়ারলেস” শুধু একটি দেয়ালচিত্র প্রকল্প নয়, এটি সাহসী নারীদের কণ্ঠস্বর, প্রতিবাদের ভাষা এবং পরিবর্তনের প্রতিচ্ছবি। আহসানা আঙ্গনার এই উদ্যোগ বাংলাদেশের শিল্প ও সমাজের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।

আজকালের খবর/আতে








সর্বশেষ সংবাদ
বিচারকাজ পরিচালনায় আপিল বিভাগে নতুন দুই বেঞ্চ
বিচার-সংস্কার-গণপরিষদ নির্বাচনের দাবিতে মাঠে নামছে এনসিপি
থানায় বসে ওসির টাকা নেওয়ার ভিডিও ভাইরাল
চীন মালিকানাধীন ব্যাটারি কারখানায় ডাকাতি, মালামাল লুট
চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ বন্ধের ইঙ্গিত ট্রাম্পের
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ভর্তি পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে কুবি শিবিরের ‘ফ্রি’ বাস সার্ভিস
কুবিতে চার বছর পর নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা শুরু কাল
বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি জনসভা ঘিরে উত্তেজনা
ভাটারায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া, যুবক গ্রেপ্তার
জাবিতে থিসিস ফলাফলে অনিয়মের অভিযোগ ‘চক্রান্তমূলক’, শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft