শনিবার ১৯ এপ্রিল ২০২৫
মোশাররফ করিমের সঙ্গে ঈদের দুই নাটকে ঊর্মী
আনন্দমেলা প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ৫:৫৪ PM
মোশাররফ করিমের সঙ্গে ঈদের দুটি একক নাটকে কাজ করলেন উঠতি অভিনেত্রী কাম মডেল ঊর্মী আহমেদ। নাটক দুটি হলো-‘বউ ভাড়া’ ও ‘সানগ্লাস ফ্যামিলি’। একটি প্রচার হবে চ্যানেল আইতে অন্যটি আরটিভিতে। ঊর্মী বলেন, ‘মোমাররফ করিম ভাইয়ের মতো অত বড় অভিনেতার সাথে কাজ করতে পারা ভাগ্যের ব্যাপার। তার সাথে কাজ করতে গিয়ে প্রথম প্রথম ক্যামেরার সামনে খুব ভয় কাজ করেছিল। তিনিই আমাকে সহজ করে দিয়েছেন। কাজ করতে গিয়েই মনে হয়েছে, তিনি শুধু একজন বড় অভিনেতাই নন, একজন ভালো মানুষও।’

উল্লেখ্য, ছোটবেলা থেকেই মিডিয়ার সাথে সম্পৃক্ততা ঊর্মীর। মূলত: অভিনেত্রী শাবনূরের অভিনয় দেখেই মিডিয়ার প্রতি দুর্বলতা কাজ করে তার। যুক্ত হন গ্র“প থিয়েটারে। রেজানুর রহমানের এথিক থিয়েটারের সাথেই কাজ করছেন নিয়মিত। অভিনয়ের পাশাপাশি পড়াশোনাটাও চালিয়ে গেছেন সমান তালে। এলএলবি সম্পন্ন করে বর্তমানে একজন সিনিয়র আইনজীবীর সঙ্গে প্র্যাক্টিস করছেন জজ কোর্টে। এর বাইরে শিশুদের প্রতি ভালোবাসার তাগিদ থেকেই গড়ে তোলেছেন শিশু সংগঠন-বর্ণমালা শিশু কিশোর মেলা। মূলত: শিশুদের নিয়েই বেশি ব্যস্ত এখন তিনি। তিনি বলেন, আজকের শিশুই দেশের ভবিষ্যত। শিশুরা মানবিক হবে, নৈতিকতা শিখবে সর্বোপরি দেশকে ভালোবাসবে-এমনটিই আমি চাই। মৃত্যুর আগ পর্যন্ত আমি শিশুদের নিয়েই কাজ করতে চাই। 

বিটিভিতে কাজী নজরুল ইসলাম রচিত ‘মেঘবালিকা’ নাটকের মাধ্যমেই ছোটপর্দায় অভিষেক ঊর্মী আহমেদের। এরপর নাটক, টিভিসিসহ ইউনিসেফের অসংখ্য সমাজ সচেতনতামূলক প্রচারণায় অংশ নিয়েছেন তিনি। রায়হান রাফির ‘ফ্রাইডে’ চলচ্চিত্রে অভিনয় করাকে তিনি তার ক্যারিয়ারে ইতিবাচক হিসেবে মনে করেন। ‘পিনিক’ চলচ্চিত্রে আদর আজাদের ছোট বোনের চরিত্রে অভিনয় করেও অনেক ভালো লেগেছে তার। 

ঊর্মী অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে- লাভ এন্ড রিভেন্স, মুক্তি, শুভযাত্রা , বাবার সম্বল বাবা আর নেই, প্রবাসী ছেলের কোরবানি, বয়রা বউ শাশুড়ি, নিঃশ্বাস, অসহায় বউ, প্রবাসী তিন বউ, শুয়ের মত সোজা, টিকটকার বউ, বৃষ্টি এলো প্রেম এলো অন্যতম। 

আজকালের খবর/আতে








সর্বশেষ সংবাদ
চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ বন্ধের ইঙ্গিত ট্রাম্পের
দুপুরের মধ্যে দেশের ১০ জেলায় ঝড়ের আভাস
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ক্যাশিয়ার’ গ্রেপ্তার
রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নেওয়া বাংলাদেশি যুবক নিহত
গাজায় ইসরায়েলের হামলায় একদিনে নিহত ৬৪
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ভর্তি পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে কুবি শিবিরের ‘ফ্রি’ বাস সার্ভিস
কুবিতে চার বছর পর নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা শুরু কাল
বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি জনসভা ঘিরে উত্তেজনা
ভাটারায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া, যুবক গ্রেপ্তার
জাবিতে থিসিস ফলাফলে অনিয়মের অভিযোগ ‘চক্রান্তমূলক’, শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft