শনিবার ২৬ এপ্রিল ২০২৫
যথাসময়ে ছাড়ছে ট্রেন, স্বস্তিতে যাত্রীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ১১:২৩ AM
স্টেশন এলাকায় যাত্রীদের পদচারণা কম। গুটি কয়েক যাত্রী অপেক্ষা করছেন প্ল্যাটফর্মের বসার জায়গায়, যাদের গন্তব্যের ট্রেন ছাড়ার সময় এখনও হয়নি। কিন্তু ট্রেন বিলম্বে ছাড়ার কারণে প্লাটফর্মে অপেক্ষা করছেন এমন যাত্রীও নেই, কারণ এখন পর্যন্ত সব ট্রেন ঢাকা ছেড়েছে নির্ধারিত সময়ে।

মঙ্গলবার (২৫ মার্চ) সকালে দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশন ঘুরে দেখা যায়, পার্কিং এরিয়ায় সড়কপথের যানবাহন থেকে নেমে ট্রেনের যাত্রীরা হেঁটে প্লাটফর্ম এলাকায় প্রবেশ করছেন। প্ল্যাটফর্মে প্রবেশের আগে যাত্রীদের তিন দফা চেকিং ব্যবস্থার মধ্য দিয়ে যেতে হচ্ছে। চেকিং গেটগুলোতে ট্রাভেলিং টিকিট এক্সামিনারদের (টিটিই) পাশাপাশি তাদের কাজে সহযোগিতা করছেন স্কাউট সদস্যরা।

প্ল্যাটফর্ম এলাকায় প্রবেশের পর দেখা গেছে, ট্রেন বিলম্ব হয়েছে এমন কারণে কোনো যাত্রী স্টেশনে নেই। কারণ প্রতিটি ট্রেন নির্ধারিত সময়ে ঢাকা স্টেশন ছেড়ে গেছে। বর্তমানে যেসব যাত্রী প্ল্যাটফর্মে অবস্থান করছেন তাদের ট্রেন ছাড়ার সময় এখনও হয়নি। ফলে প্ল্যাটফর্ম এলাকায় যাত্রী ভিড় খুবই কম।

সরেজমিনে দেখা গেছে, জামালপুর এক্সপ্রেস (৭৯৯) ট্রেন নির্ধারিত সময়ে ঠিক সকাল ১০টায় ঢাকা স্টেশন ছেড়ে গেছে, পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস (৭০৫) নির্ধারিত সময় ঠিক সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা স্টেশন ছেড়ে গেছে।ট্রেনগুলো ছাড়ার আগে সেসব ট্রেনের যাত্রীদের সঙ্গে কথা হয়।  জামালপুর এক্সপ্রেস ট্রেনের যাত্রী মোস্তাফিজুর রহমান বলেন, আজ ঈদযাত্রার দ্বিতীয় দিন। এই যাত্রায় কোনো ট্রেন বিলম্ব হয়নি এটাই সবচেয়ে অবাক করা বিষয়। দুই তিন বছর আগেও একটি ট্রেনের জন্য যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা কমলাপুর স্টেশনে অপেক্ষা করতে হতো আমাদের। এবার এসে দেখলাম যাত্রীই নেই প্লাটফর্মে। ট্রেনগুলো লাইনে রাখা। কোনো হকার নেই প্লাটফর্মে। এমন স্টেশন দেখতে অনেক ভালো লাগছে।

একতা এক্সপ্রেস ট্রেনের যাত্রী আনিকা মাহজাবিন বলেন, আজ ছেড়ে যাওয়া ট্রেনগুলোতে তেমন ভিড় দেখলাম। স্টেশনেও তেমন কোনো মানুষ নেই। আমাদের ট্রেনেও কোনো ভিড় নেই। অনেকের হয়তো এখনো ছুটি হয়নি। আমাদের মতো যাদের সুযোগ আছে তারাই এখন ট্রেনের যাত্রী। ভিড় এড়াতেই ঈদের পাঁচ দিন আগে বাড়ি যাওয়া।

ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, ঢাকা থেকে সকাল সাড়ে দশটা পর্যন্ত ১৩টি আন্তঃনগর ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। প্রতিটি ট্রেন নির্ধারিত সময় ঢাকা স্টেশন ছেড়েছে। আজ এখন পর্যন্ত ইনশাল্লাহ কোনো ধরনের বিলম্ব হয়নি। 


আজকালের খবর/ এমকে








সর্বশেষ সংবাদ
পোপ ফ্রান্সিসের মরদেহে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
‘পাকিস্তানে সিন্ধু নদের এক ফোঁটা পানিও যেতে দেবে না ভারত’
তারেক রহমানকে নিয়ে দ্য উইকের কাভার স্টোরি ‘নিয়তির সন্তান’
যেমন প্রত্যাশা করেছিলাম, এই সরকার তেমন করে হয়নি: ফরহাদ মজহার
তামিমদের হস্তক্ষেপে হৃদয়ের শাস্তি এক বছর পেছাল বিসিবি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জাবিতে ছাত্রদলের আহ্বায়ক কমিটি বিলুপ্তিসহ ৫ দফা দাবি
ইবিতে গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯৬.১৮ শতাংশ
টেকনাফে গাছ পড়ে এক ব্যক্তির মৃত্যু
এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় সুখবর, বাড়ছে ভাতা
তারেক রহমানকে নিয়ে দ্য উইকের কাভার স্টোরি ‘নিয়তির সন্তান’
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft