প্রকাশ: সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ১১:৪০ PM আপডেট: ২৪.০৩.২০২৫ ১১:৫৫ PM

নোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের পথসভায় হামলা চালিয়েছে বিএনপি নেতাকর্মীরা। এতে আবদুল হান্নান মাসউদসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
সোমবার (২৪ মার্চ) সন্ধ্যায় জাহাজমারা ইউনিয়নের জাহাজমারা বাজারে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে সড়ক অবরোধ করে হান্নান মাসউদের নেতৃত্বে বিক্ষোভ করছেন তার নেতাকর্মীরা।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ, নৌ-বাহিনী ও কোস্টগার্ড সদস্যদের পাঠানো হয়েছে।
আবদুল হান্নান মাসউদ বলেন, সন্ধ্যায় জাহাজমারা বাজারে আমাদের নেতাকর্মীদের মিছিলে অতর্কিত হামলা চালিয়েছে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নাম বিক্রি করে চাঁদাবাজি করা বিএনপির সিন্ডিকেট। এতে আমাদের অন্তত ৫০জন নেতাকর্মী আহত হয়েছেন। হামলাকারীরা আমাদের কয়েকটি গাড়িও ভাঙচুর করেছে।
তিনি আরও বলেন, ৫ আগস্টের পর থেকে বিএনপি নামধারী সন্ত্রাসীরা হাতিয়ায় চাঁদাবাজির সিন্ডিকেট গড়ে তোলে। আমার ঘোষণা ছিল এসব চাঁদাবাজি বন্ধ করতে হবে। জনগণ আমাদের ডাকে সাড়া দিয়েছে। সেই বিএনপি নামধারী চাঁদাবাজরা আজ আমার পথসভায় হামলা চালিয়েছে।
অভিযোগের বিষয়ে হাতিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর আহমেদ রাজিব বলেন, এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদ আওয়ামী লীগের পদধারী পলাতক সন্ত্রাসীদের নিয়ে জাহাজমারা বাজারে মিছিল করতে দেখে বিএনপি নেতাকর্মীরা তাতে বাধা দেয়। শুনেছি এসময় হাতাহাতির ঘটনা ঘটেছে।
রাত সোয়া ১০টা পর্যন্ত হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে আহত আবদুল হান্নান মাসউদের নেতৃত্বে জাহাজমারা বাজারে অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
আজকালের খবর/বিএস