শনিবার ২৬ এপ্রিল ২০২৫
মানবতার সেবায় এগিয়ে আসতে হবে: বিএনপি নেতা এলিস
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ৮:৩৩ PM আপডেট: ২৫.০৩.২০২৫ ১০:০৫ AM
গাজীপুর মেট্রো সদর থানা বিএনপি'র সভাপতি  অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস বলেছেন, পবিত্র রমজান মাস সিয়াম সাধনার তাৎপর্য  বজায় রাখতে হলে আমাদেরকে মহান আল্লাহ তায়ালার বিধান মেনে চলতে হবে। সবাইকে  মানবতার সেবায় এগিয়ে আসতে হবে। গরিব দুঃখীদের পাশে দাঁড়াতে হবে। ইসলামের বিধান মতে যাকাত দিতে হবে।

রবিবার (২৩ মার্চ) এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে ছায়াবিথী কমিউনিটি সেন্টারে  দিগন্ত একাডেমিক কোচিং কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এলিস বলেন,  তিনবারের প্রানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া  দেশ রক্ষায় এবং গণতন্ত্রের জন্য সংগ্রাম করে যাচ্ছেন। দেশ ও জাতির জন্য বেগম খালেদা জিয়া জীবনকে উৎর্সগ  করেছেন।

আমাদেরকে শহীদ  রাষ্ট্রপতি জিয়াউর  রহমানের আদর্শবুকে ধারণ করে বিএনপির  ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে  দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে। গাজীপুরের মাটি ও মানুষের প্রিয় নেতা সাবেক মন্ত্রী ও সাবেক মেয়র অধ্যাপক এমএ মান্নান স্যারের অবশিষ্ট কাজ বাস্তবায়ন করতে  তারই সুযোগ্য পুত্র গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি সবার সহযোগিতা চেয়েছেন। রনি  তার বাবার মতো গাজীপুরবাসীর সঙ্গে সম্পৃক্ত হয়ে জনগনের পাশে থেকে কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, স্বৈরাচার সরকার  গত ১৭টি বছর এদেশের মানুষকে অবরুদ্ধ করেছিল। এদেশের মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল। বিরোধী দলগুলোকে সভা সমাবেশ মিছিল মিটিং করতে দেয়নি। হাজার হাজার মিথ্যা মামলা দিয়ে জেলে বন্ধি করেছিল। বিএনপির নেতা কর্মীরা ঘরে ঘুমাতে পারেনি। নির্মম নির্যাতন চালিয়ে ছিল। গণ অভ্যুত্থানে ছাত্রদেরকে পাখির মত গুলি করে হত্যা করা হয়েছিল। আমাদেরকে সজাগ থাকতে হবে। সব ষড়যন্ত্রকে রুখে দিতে হবে।

 প্রতিষ্ঠানের পরিচালক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে  অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন- বিএনপি নেতা  ও কাউন্সিলর প্রার্থী কামরুজ্জামান শামীম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন- বিএনপি নেতা  অ্যাডভোকেট শফিকুল আলম মিলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএনপি নেতা শাহানুর আলম, বিএনপি নেতা অ্যাডভোকেট মাহবুব আলম, অ্যাডভোকেট শরীফ উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে সবার কল্যাণে দোয়া পরিচালনা করেন- মাওলানা আব্দুল হান্নান মোল্ল্যা।








সর্বশেষ সংবাদ
পোপ ফ্রান্সিসের মরদেহে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
‘পাকিস্তানে সিন্ধু নদের এক ফোঁটা পানিও যেতে দেবে না ভারত’
তারেক রহমানকে নিয়ে দ্য উইকের কাভার স্টোরি ‘নিয়তির সন্তান’
যেমন প্রত্যাশা করেছিলাম, এই সরকার তেমন করে হয়নি: ফরহাদ মজহার
তামিমদের হস্তক্ষেপে হৃদয়ের শাস্তি এক বছর পেছাল বিসিবি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জাবিতে ছাত্রদলের আহ্বায়ক কমিটি বিলুপ্তিসহ ৫ দফা দাবি
ইবিতে গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯৬.১৮ শতাংশ
টেকনাফে গাছ পড়ে এক ব্যক্তির মৃত্যু
এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় সুখবর, বাড়ছে ভাতা
তারেক রহমানকে নিয়ে দ্য উইকের কাভার স্টোরি ‘নিয়তির সন্তান’
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft