বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫
‘অন্তরাত্মা’র আসার খবরে ‘বরবাদ’র কপালে ভাঁজ
আনন্দমেলা প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ৭:২০ PM
ঈদুল ফিতরে অ্যাকশনা নির্ভর সিনেমার চাইতে রোমান্টিক নির্ভর সিনেমার দর্শক চাহিদা থাকে তুঙ্গে। যে কারণে অ্যাকশান সিনেমাগুলো ঈদুল আযহাতে মুক্তি দেওয়া হয়। এ পথে না হেটে ঈদুল ফিতরকে বেছে নিয়েছে ‘বরবাদ’। ফলে রোমান্টিক সিনেমা হিসেবে বিগবাজেটের ‘অন্তরাত্মা’ ঘিরে হল মালিক, রিপ্রেজেন্টারদের মধ্যে আগ্রহ দেখা দিয়েছে বলে জানা গেছে। 

খোঁজ নিয়ে জানা গেছে, ‘বরবাদ’ যে কোনো মুল্যে প্রেক্ষাগৃহে আনার চ্যালেঞ্জ নিয়েছে এর প্রযোজক। কোনোরকম যাচাইবাছাই না করেই নামকাওয়াস্তে হল হলে তারা মুক্তি দিতে উঠেপড়ে লেগেছে। আর খবরটাই বুমেরাং হয়েছে। ফলে তিনদিন আগেও যেখানে আকাশচুম্বি রেন্টাল প্রস্তাব করা হয়ে ছিলো, সেটা এখন সর্বনিম্ন রেন্টালে নেমে এসেছে। ওদিকে ‘অন্তরাত্মা’ রোমান্টিক ইমেজ নিয়ে ফুরফুরে মেজাজে রয়েছে বলে খবর এসেছে। 

জানা যায়, সেন্সরে আনকাট পাশ হয়েছে ‘অন্তরাত্মা’। কুঁড়িয়েছে প্রশংসা। সার্টিফিকেশন বোর্ডের ভাষ্য-রোজার ঈদে যে ধরনের বড় ছবি প্রয়োজন বিশেষ করে রোমান্টিক ইমেজের তার সব শর্তই পূরণ করেছে ‘অন্তরাত্মা’।

অপরদিকে প্রদর্শক সমিতির একাধিক নেতাও ঈদের সিনেমা হিসেবে ‘অন্তরাত্মা’কে এগিয়ে রাখছেন।

এদিকে, ‘অন্তরাত্মা’র সেন্সরপ্রাপ্তির খবরে কপালে ভাঁজ পড়েছে ‘বরবাদ’ টিমের। তাদের মতে শাকিব ভক্তদের মাঝে দুটো ভাগ বিগ বাজেটের ‘বরবাদ’কে ক্ষতি করবে।

এ ব্যাপারে চলচ্চিত্র বোদ্ধাদের বক্তব্য- অন্তরাত্মা’র হারানোর কিছু নেই, ‘বরবাদ’ সে ভয় রয়েছে প্রতি পদক্ষেপে। কারণ শুনেছি অ্যাকশান নির্ভর ছবিটি বিগ বাজেটের। এ জাতীয় সিনেমাগুলো সাধারণত ঈদুল আযহায় দর্শক লুফে নেয়। তাই এ ঈদে তাদের আসার খবরটা ইন্ডাস্ট্রির জন্য হতাশার। এতে কারোরই লাভ হবে না। এরপর ওপর যোগ হয়েছে- পাবলিসিটি। ছবি দুটোর পাবলিসিটি বিভক্ত হবে ক্ষতির মুখে পড়বেন শাকিব খান নিজেই।

এ নিয়ে অন্তরাত্মা’র পরিচালক ওয়াজেদ আলী সুমনের ভাষ্য- আমার হারাবার কিছু নেই। রোমান্টিক ছবি। ভালো গান। ভালো গল্প- এ জায়গায় গুলো নিয়ে আমি দর্শকের কাছে হাজির হচ্ছি। আশা করছি শাকিব ভক্তদের পাশাপাশি বাংলা সিনেমার দর্শকরা অন্তরাত্মাকে বিমুখ করবে না।

‘বরবাদ’ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওটাও শাকিব খানের তাই এ নিয়ে আমার মন্তব্য সঠিক হবে না, তবে আমি ওটার জন্যও শুভকামনা জানাই।

পাবলিসিটি প্রশ্নে সুমন বলেন, শিগগিরই গান, পোস্টার, টিজার, ট্রেলার প্রকাশ্যে আসবে। এসব দেখে দর্শক বিচার করবেন কোন সিনেমা হলে এসে দেখা উচিৎ।

প্রসঙ্গত, চার বছর আগে বেশ আয়োজন করে শুরু হয়েছিল শাকিব খানের ‘অন্তরাত্মা’ সিনেমার শুটিং। শুরু থেকেই আলোচনায় ছিল সিনেমাটি। এরপর মুক্তির কথা থাকলেও করোনার কারণে সে সময় প্রযোজক সিনেমাটি রিলিজ দেননি। 

আজকালের খবর/আতে








সর্বশেষ সংবাদ
কাতার থেকেই রোমে যাবেন প্রধান উপদেষ্টা: প্রেসসচিব
বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৩.৩ শতাংশ: বিশ্বব্যাংক
দেশের দুই বিভাগসহ ছয় জেলায় বইছে তাপপ্রবাহ
আমাদের ভেতর অদৃশ্য অপরাধ জন্ম নিচ্ছে!
পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের উপদেষ্টার সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের পরিচিতি সভা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ভবন নির্মাণের দাবিতে জাবিতে মানববন্ধন
কুয়েট শিক্ষার্থীদের সমর্থনে কুবিতে প্রতীকী অনশন
প্রাইম এশিয়া শিক্ষার্থী হত্যায় বৈষম্যবিরোধী নেতা রিমান্ডে
ইবি রিপোর্টার্স ইউনিটির নেতৃত্বে তিতলী-রিমন, পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
সাতক্ষীরায় সাংবাদিক টিপুর কারাদণ্ডের প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft