প্রকাশ: সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ৩:১৮ PM

রাজধানীর শাহবাগ মোড়ে ট্রাফিক সহায়ক হিসেবে দায়িত্ব পালনের সময় ‘বিকল্প পরিবহনের’ একটি বাসের ধাক্কায় মো. মেহেদী (২২) নামে এক শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনায় বাসচালক মো. সোহেলকে (৩৫) আটক করেছে ট্রাফিক পুলিশ। শাহবাগ ট্রাফিক সার্জেন্ট মো. রেজাউল হক এ তথ্য জানান।
সোমবার (২৪ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে শাহবাগ গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে।
আহত মেহেদী ধানমন্ডি নিউ মডেল কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী এবং শাহবাগ মোড়ে ট্রাফিক সহায়ক হিসেবে কাজ করছিলেন। মেহেদীর বাড়ি রাজধানীর হাজারীবাগ এলাকায়। তার বাবার নাম চান মিয়া।
মো. রেজাউল হক বলেন, ‘মিরপুরগামী বিকল্প পরিবহনের একটি বাস মেহেদীকে ধাক্কা দিলে তিনি ডান পায়ে আঘাত পান। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে, তবে তার অবস্থা গুরুতর নয়।’
আজকালের খবর/ওআর