প্রকাশ: রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ১০:৫২ PM

অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপি নেতারা।
ররিবার (২৩ মার্চ) সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা খেলার মাঠে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া কামনায় আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে নেতারা এ দাবি জানান।
তাহিরপু উপজেলা খেলার মাঠে সুনামগঞ্জ-১ আসনে প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত কৃষক দল কেন্দ্রীয় কমিটির সদস্য আনিসুল হকের উদ্যোগে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলের আগে আলোচনা সভায় সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রাকাব উদ্দিনের সভাপতিত্ব বক্তব্য রাখেন- সুনামগঞ্জ ১ আসনের মনোনয়ন প্রত্যাশী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও তাহিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আনিসুল হক।
এসময় তিনি বলেন, বিএনপি অনেক আন্দোলন সংগ্রাম ও ছাত্রজনতার বিপ্লবের মাধ্যমে দেশকে ফ্যাসিস্ট সরকারের কাছ থেকে মুক্ত করেছে। দেশের ভেতরে এখনও আওয়ামী সরকারের দোসররা ঘাপটি মেরে বসে আছে। অতিদ্রুত নির্বাচন না দিলে আওয়ামী লীগের দোসররা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে দেশকে অশান্ত করে তুলবে। গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে বর্তমান সরকারকে অতিদ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। তারেক রহমান বার বার ঘোষণা করছেন দেশের মানুষের ভোটাধিকারের মাধ্যমে নির্বাচিত সরকার গঠন করে দেশকে রক্ষা করতে হবে।
উপজেলা যুবদলের আহবায়ক এনামুল হক এনামের পরিচালনায় আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন- জেলা বিএনপি সাবেক সহসভাপতি ও আহবায়ক কমিটির সদস্য আনসার উদ্দিন।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন- জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ প্রমুখ।
এসময় উপজেলার ৭টি ইউনিয়নের বিএনপি,কৃষকদল,যুবদল,ছাত্রদলসহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আজকালের খবর/বিএস