প্রকাশ: রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ১০:১২ PM

চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার উথলী গ্রামে রেললাইনের জোড়ার মুখে ফাটল সৃষ্টি হয়েছে। এতে খুলনা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি বেশ কিছুক্ষণ অবস্থান করে স্বাভাবিক গতি ছাড়া ধীর গতিতে ঘটনাস্থল ত্যাগ করেছে। রেল লাইনের ওপর লাল রংয়ের নিশানা টাঙিয়ে মেরামত কাজ শুরু হয়েছে।
রবিবার (২৩ মার্চ) বিকেল সন্ধ্যা ৬টার সময় জীবননগর উপজেলার উথলী ঘোড়ামারা রেলগেটের নিকট এই ঘটনা ঘটে। এর ফলে চুয়াডাঙ্গাসহ পার্শবর্তী রেলস্টেশনে কয়েকটি ট্রেন আটকা পড়ে।
উথলী ঘোড়া মারা রেলগেটের গেটম্যান রায়হান আলী জানান, উথলী ঘোড়ামারা রেলগেটের নিকট রেল লাইনে জোড়ার মুখে ফাটল দেখা দেয়। স্থানীয়রা বিষয়টি জানালে দ্রুত রেল লাইনে জোড়া খুলে যাওয়ার স্থানে লাল কাপড়ের নিশানা টাঙিয়ে দেওয়া হয়। এরফলে কিছু সময় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ধীর গতিতে ট্রেন চলাচল করতে থাকে।
রেলওয়ে চুয়াডাঙ্গার সহকারী নির্বাহী প্রকৌশলী চাঁদ আহমেদ জানান, উথলীতে রেল লাইনের জোড়ার মুখে ফাটল দেখা গেছে। রেললাইনে জোড়ার মুখগুলো ঝালাই করা থাকে। সেখান থেকে ফাটল সৃষ্টি হতে পারে। মেরামতের জন্য ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, খুলনা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী মেইল টেনটি ঘটনাস্থলের অদুরে দাঁড়িয়েছিল। খুলে যাওয়া রেল লাইনের জোড়ার মুখের স্থানে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে। ধীর গতিতে ট্রেনটি ঘটনাস্থল থেকে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে যাত্রা করে।
তিনি আরো জানান, ট্রেন এখন ধীর গতিতে চলাচল শুরু করেছে। মেরামতের পর ট্রেনগুলো স্বাভাবিক গতিতে চলাচল করতে পারবে।
আজকালের খবর/বিএস