শনিবার ১৯ এপ্রিল ২০২৫
ফতুল্লায় ইজিবাইক চালককে গলা কেটে হত্যা, আটক ১
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ৮:২৩ PM
নারায়ণগঞ্জের ফতুল্লায় ইসহাক মিঝি নামে এক ইজিবাইক চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সোহরাব হাওলাদার নামে একজনকে গণপিটুনী দিয়ে পুলিশের কাছে সোর্পদ করেছে এলাকাবাসী। আজ রবিবার ভোরে ফতুল্লার কোতালেরবাগ এলাকায় রেললাইনের পাশের সড়কে এঘটনা ঘটে। নিহত ইসহাক মিঝি (৪৫) চাঁদপুর মতলব নায়েরগাঁও ইউনিয়নের আয়ুব আলীর ছেলে। সে ফতুল্লার পশ্চিম সস্তাপুর কাস্টমের মোড় এলাকায় রেজাউলের বাড়িতে ভাড়া থাকেন। এ বাড়ির কাছেই শফিকের মালিকানাধীন ইজিবাইক ভাড়ায় চালিয়ে আয় রোজগার করেন।

এঘটনায় আটক সোহরাব হাওলাদার পটুয়াখালী জেলার রাঙ্গাবালি বাহেরচর গ্রামের মৃত আতহার হাওলাদারের ছেলে। সে ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকার লালের বাড়িতে ভাড়া থাকেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৩ টার সময় চিৎকার শুনে আশপাশের বাড়ির লোকজন ঘর থেকে বের হয়ে দেখেন ৩/৪ জন লোক দাঁড়িয়ে আছে একজন মাটিতে পড়ে আছে। তখন লোকজন দেখে দাঁড়িয়ে থাকা লোকজন দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় একজনকে ঘটনাস্থলের কিছুটা দূর থেকে এলাকাবাসী আটক করে গণপিটুনী দিয়ে পুলিশে দেয় আর দুজনকে ডোবায় লাফিয়ে পড়তে দেখেছে। সে দুজনকে খোঁজতে ডোবার চারদিক ঘিরে রেখেছে এলাকাবাসী।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, নিহতের ভাগিনা শরিফ লাশ শনাক্ত করেছেন। নিহতের পকেট থেকে শরিফ নগদ ৮৮০০ টাকা পেয়েছে এবং ইজিবাইকটি গ্যারেজ মাহজন শফিক সনাক্ত করেছে। এ ঘটনায় জড়িত সন্দহে এলাকাবাসী আটক করে পুলিশে দিয়েছে। এরসঙ্গে অন্যযারা জড়িত রয়েছে তাদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
বিচারকাজ পরিচালনায় আপিল বিভাগে নতুন দুই বেঞ্চ
বিচার-সংস্কার-গণপরিষদ নির্বাচনের দাবিতে মাঠে নামছে এনসিপি
থানায় বসে ওসির টাকা নেওয়ার ভিডিও ভাইরাল
চীন মালিকানাধীন ব্যাটারি কারখানায় ডাকাতি, মালামাল লুট
চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ বন্ধের ইঙ্গিত ট্রাম্পের
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ভর্তি পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে কুবি শিবিরের ‘ফ্রি’ বাস সার্ভিস
কুবিতে চার বছর পর নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা শুরু কাল
বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি জনসভা ঘিরে উত্তেজনা
ভাটারায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া, যুবক গ্রেপ্তার
জাবিতে থিসিস ফলাফলে অনিয়মের অভিযোগ ‘চক্রান্তমূলক’, শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft