প্রকাশ: রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ৫:২২ PM

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ পশ্চিমে বঙ্গোপসাগর থেকে একদিন পর নৌকা ডুবির ঘটনায় বিল্লাল হাসান নামের এক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার দুপুর ১২টায় টেকনাফের শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া বঙ্গোপসাগর থেকে এই বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কমান্ডার আশিকুর রহমান।
নিখোঁজ বিজিবি সদস্য হলেন- কুমিল্লা মুরাদ নগর কাজিয়াতল এলাকার বাসিন্দা মো. বজলুর রহমানের ছেলে সিপাহি মো. বিল্লাল হাসান (৩০)। তিনি ২০১৩ সালে ৬ জানুয়ারি বাংলাদেশে বর্ডার গার্ড বিজিবি-তে অন্তর্ভুক্ত হন।
শাহপরীরদ্বীপ পশ্চিম এলাকার বাসিন্দার আব্দুল আমিন বলেন, রোহিঙ্গাসহ একটি নৌকা শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া সাগর দিয়ে প্রবেশকালে নৌকাটি ডুবে যায়। পরবর্তীতে কান্নাকাটি করলে স্থানীয় জেলে ও বিজিবির সদস্যরা নৌকাতে থাকা রোহিঙ্গাদের উদ্ধারে গেলে এক বিজিবির সদস্যও নিখোঁজ হয়।
তিনি আরো বলেন, তার মধ্যে ২৫জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা হয়। রবিবার দুপুরে শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া সাগরে মাছ ধরার একটি ট্রলার বিজিবির লাশটি দেখতে পেয়ে খবর দিলে বিজিবির সদস্যরা মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।
বিজিবি সূত্রে জানা যায়, শনিবার ভোররাতে শাহপরীরদ্বীপ পশ্চিমে বঙ্গোপসাগর দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ কালে একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় ২৫ জন জীবিত রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করা হলেও বিল্লাল হাসান নামে এক বিজিবির সদস্য নিখোঁজ থাকায়
রবিবার দুপুরে শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া বঙ্গোপসাগর থেকে মরদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। ময়নাতদন্ত শেষে কক্সবাজার বিজিবি সদর রিজিওনে প্রথম জানাজা সম্পন্ন করে গ্রামের বাড়িতে মরদেহটি পৌঁছে দেওয়া হবে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, রবিবার দুপুরে শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া বঙ্গোপসাগর থেকে নিখোঁজ বিজিবির সদস্যের মরদেহ উদ্ধার করা হয়। শনিবার সন্ধ্যায় শাহপরীরদ্বীপ নাফনদীর থেকে তিন নারীসহ এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
এদিকে, শনিবার ভোররাতে মিয়ানমার থেকে অবৈধভাবে সাগরপথে বাংলাদেশে অনুপ্রবেশ কালে টেকনাফের শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া বঙ্গোপসাগরে একটি নৌকা ডুবে যাবার ঘটনায় জীবিত ২৫ জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশু উদ্ধার করা হলেও সিপাহি মো. বিল্লাল হাসান নামে এক বিজিবি সদস্যসহ অন্যান্য রোহিঙ্গারা নিখোঁজ ছিলেন।
আজকালের খবর/ওআর