শনিবার ১৯ এপ্রিল ২০২৫
পেঁয়াজ রপ্তানির ওপর ২০ শতাংশ শুল্ক তুলে নিলো ভারত
বাণিজ্য ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ১১:১৬ AM
পেঁয়াজ রপ্তানির ওপর ২০ শতাংশ শুল্ক তুলে নিলো ভারত। স্থানীয় সময় শনিবার (২২ মার্চ) দেশটির ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড (ডিজিএফটি) থেকে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।  আগামী ১ এপ্রিল থেকে এটি কার্যকর হবে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশের চাহিদা পূরণের বিষয়টি নিশ্চিত করার জন্য ন্যূনতম দর বেঁধে দেওয়া এবং সরাসরি নিষেধাজ্ঞাসহ প্রায় পাঁচ মাসের রপ্তানি নিষেধাজ্ঞার পর এই পদক্ষেপ নিয়েছে ভারত।

দেশটির বিভিন্ন গণমাধ্যমও পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছে। ডিজিএফটি পেঁয়াজের জন্য ন্যূনতম রপ্তানি মূল্য (এমইপি) প্রতি টন ৫৫০ ডলার নির্ধারণ করেছে। গত বছরের ডিসেম্বরে ভারত সরকার ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি বন্ধ রাখে।

রপ্তানি নিষেধাজ্ঞার প্রায় ৫ মাস পর ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশসহ আরও পাঁচটি দেশকে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা থেকে নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারত। গত মাসে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাড়ানো হয়।

পেঁয়াজের ক্রমবর্ধমান দাম নিয়ন্ত্রণে সরকার গত বছরের ২৮ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত টনপ্রতি ন্যূনতম রপ্তানি মূল্য ৮০০ ডলার নির্ধারণ করেছিল। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত অভ্যন্তরীণ বাজারে প্রধান সবজির সরবরাহ বাড়াতে গত বছরের আগস্টে পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করে ভারত।

অপরদিকে পেঁয়াজ রপ্তানিতে ২০ শতাংশ শুল্ক আরোপ করা হয় গত বছরের ১৩ সেপ্টেম্বর থেকে। ভারত বলছে, সরকারের দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের পাশাপাশি ভোক্তাদের ক্রয়ক্ষমতা বাড়াতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত বছরের ১৩ সেপ্টেম্বর পেঁয়াজ রফতানিতে বেঁধে দেওয়া নির্ধারিত মূল্য তুলে নেয় ভারত। ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় ভারতের বৈদেশিক বাণিজ্য সংস্থার মহাপরিচালক সন্তোষ কুমার সারঙ্গি স্বাক্ষরিত এক পরিপত্রে বিষয়টি সে দেশের ব্যবসায়ীদের মাধ্যমে বাংলাদেশের ব্যবসায়ীদের জানানো হয়।

২০২৩ সালের ডিসেম্বর থেকে প্রায় ১০ মাস ধরে পেঁয়াজ রপ্তানিতে শুল্ক আরোপ করে ভারত। সে সময় অভ্যন্তরীণ ঘাটতির আশঙ্কায় পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করা হয়। এর মধ্যে বিশ্বজুড়ে পেঁয়াজের দাম বাড়ার পরেও রপ্তানি বন্ধ থাকায় ভারতের কৃষকরা এর সুবিধা পাচ্ছিলেন না। ফলে তারা আন্দোলনে নামেন।

কৃষকদের বিক্ষোভের মুখে এবং লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে গত বছরের ৪ মে পেঁয়াজ রপ্তানি ক্যাটাগরি নিষিদ্ধ থেকে অবাধ করে কেন্দ্রীয় সরকার। মহারাষ্ট্রের বিধানসভার ভোট সামনে রেখে ১৩ সেপ্টেম্বর রপ্তানি শুল্ক নামানো হয় ২০ শতাংশে। তবে আগামী ১ এপ্রিল থেকেই তা প্রত্যাহার হচ্ছে।

আজকালের খবর/ এমকে








সর্বশেষ সংবাদ
১৪ ঘণ্টা পর বাড়ির সামনেই মিলল খালে পড়া সেই শিশুর মরদেহ
বিচারকাজ পরিচালনায় আপিল বিভাগে নতুন দুই বেঞ্চ
বিচার-সংস্কার-গণপরিষদ নির্বাচনের দাবিতে মাঠে নামছে এনসিপি
থানায় বসে ওসির টাকা নেওয়ার ভিডিও ভাইরাল
চীন মালিকানাধীন ব্যাটারি কারখানায় ডাকাতি, মালামাল লুট
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ভর্তি পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে কুবি শিবিরের ‘ফ্রি’ বাস সার্ভিস
কুবিতে চার বছর পর নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা শুরু কাল
বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি জনসভা ঘিরে উত্তেজনা
ভাটারায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া, যুবক গ্রেপ্তার
জাবিতে থিসিস ফলাফলে অনিয়মের অভিযোগ ‘চক্রান্তমূলক’, শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft