শনিবার ২৬ এপ্রিল ২০২৫
ফেনীতে ছাত্রদল নেতা গ্রেপ্তার, বাড়ি থেকে অস্ত্র-বুলেট জব্দ
ফেনী প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ১০:১২ AM
ফেনীর দাগনভূঞা উপজেলা ছাত্রদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার বিকালে গ্রেপ্তারের আগে তার বাড়ি থেকে যৌথ বাহিনী অস্ত্র, বুলেট ও ককটেল তৈরির সরঞ্জামও উদ্ধার করে বলে সেনাবাহিনীর দাগনভূঞা অস্থায়ী ক্যাম্প কমান্ডার মেজর শাহরিয়ার রহমান জানান।

গ্রেপ্তার আশ্রাফুল হাসান জাবেদ দাগনভূঞা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। তিনি দাগনভূঞা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের রেজাউল হকের ছেলে।

দাগনভূঞা থানার ওসি লুৎফুর রহমান বলেন, যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-বুলেট উদ্ধারের ঘণ্টা দুই পর জাবেদকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা দায়ের করা হবে।

ছেলেকে গ্রেপ্তারের বিষয়ে জাবেদের মা বলেন, “আমাদের ঘরে কী পাইছে না পাইছে কিছুই জানি না। আমার ছেলেকে ফাঁসানোর জন্য এগুলো করা হচ্ছে। আর যে ছুরিগুলো ওরা নিছে, সেগুলো কোরবানির গরুর চামড়া ছাড়ানোর ছুরি।”

অভিযানে সেনাবাহিনীর সঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারাও ছিলেন।
এর আগে দাগনভূঞায় মাতুভূঞা ইউনিয়নে নুরুজ্জামান (৪৫) নামে একজনকে ইয়াবাসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নুরুজ্জামানকে দুই মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া সদর উপজেলার শর্শদি ইউনিয়নে অভিযানে আবুল খায়ের (৫৫) নামে আরেকজনকে ইয়াবাসহ আটক করা হয়। তার মাদক আইনে মামলা হয়েছে।
 

আজকালের খবর/ এমকে








সর্বশেষ সংবাদ
পোপ ফ্রান্সিসের মরদেহে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
‘পাকিস্তানে সিন্ধু নদের এক ফোঁটা পানিও যেতে দেবে না ভারত’
তারেক রহমানকে নিয়ে দ্য উইকের কাভার স্টোরি ‘নিয়তির সন্তান’
যেমন প্রত্যাশা করেছিলাম, এই সরকার তেমন করে হয়নি: ফরহাদ মজহার
তামিমদের হস্তক্ষেপে হৃদয়ের শাস্তি এক বছর পেছাল বিসিবি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জাবিতে ছাত্রদলের আহ্বায়ক কমিটি বিলুপ্তিসহ ৫ দফা দাবি
ইবিতে গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯৬.১৮ শতাংশ
টেকনাফে গাছ পড়ে এক ব্যক্তির মৃত্যু
এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় সুখবর, বাড়ছে ভাতা
তারেক রহমানকে নিয়ে দ্য উইকের কাভার স্টোরি ‘নিয়তির সন্তান’
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft