বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫
সুন্দরবনে ৪ একরজুড়ে জ্বলছে আগুন
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ মার্চ, ২০২৫, ১১:০৬ PM
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কলমতেজী ফরেস্ট টহল ফাঁড়ি এলাকায় আগুন লেগেছে। শনিবার (২২ মার্চ) সকালে লাগা এ আগুন রাত পর্যন্ত নেভানো সম্ভব হয়নি। আগামীকাল রবিবার থেকে আগুন নেভানোর কাজ শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বন বিভাগ জানিয়েছে, সকাল ৭টার দিকে আগুন লাগার খবর পান বনরক্ষীরা।

পরে বনসংলগ্ন গ্রামবাসীদের নিয়ে ঘটনাস্থলে যান তারা। আগুন যাতে ব্যাপক এলাকায় বিস্তার না ঘটে সে জন্য অগ্নিকাণ্ড এলাকায় নালা কাটা (ফায়ার লেন) করা হয়েছে।

জানা যায়, বাগেরহাট জেলাসহ ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট বিকেল ৪টার দিকে ঘটনাস্থলে পৌঁছেছে। সন্ধ্যা ৭টা পর্যন্ত ফায়ার সার্ভিসের সদস্যরা আড়াই কিলোমিটার দূরের খালে পাম্প মেশিন বসিয়ে পাইপ টানা শুরু করেছেন।

একই সঙ্গে বন বিভাগেরও একটি পাম্প মেশিন বসানো হয়েছে। কাছাকাছি পানির উৎস না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। এ ছাড়া অন্ধকার নেমে আসায় রাতে আর কাজ করাও সম্ভব হচ্ছে না। আগামীকাল রবিবার সকাল থেকে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু হবে বলে জানিয়েছে বন বিভাগ।

এর আগে ২০২৪ সালের ৪ মে চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া বনের লতিফের ছিলা এলাকায় আগুন লেগে ৭.৯৮ একর বনভূমির গাছপালা পুড়ে যায়। এতে ১১ লাখ ৫৮ হাজার ২৫০ টাকার ক্ষতি হয়। তদন্ত কমিটির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

পূর্ব সুন্দরবন চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন কর্মকর্তা ফরেস্টার বিপুলেশ্বর দাস জানান, সকাল ৭টার দিকে কলমতেজী টহল ফাঁড়ির আওতাধীন টেপারবিল এলাকার বনের ওপর থেকে ধোঁয়ার কুণ্ডলী দেখতে পায় স্থানীয় গ্রামবাসী। তারা অফিসে এসে এ খবর জানালে লোকজন নিয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান বনরক্ষীরা।

আগুন নিয়ন্ত্রণে রাখতে অগ্নিকাণ্ড এলাকায় নালা কাটা হয়েছে। যাতে বনের ব্যাপক এলাকায় আগুন ছড়াতে না পারে। 

স্টেশন কর্মকর্তা বিপুলেশ্বর জানান, অগ্নিকাণ্ডের স্থান বন অফিস থেকে প্রায় তিন কিলোমিটার দূরে। কাছাকাছি কোথাও পানির কোনো উৎস নেই। বনের খাল তার দূরত্বও ঘটনাস্থল থেকে দুই থেকে আড়াই কিলোমিটার। শরণখোলা, মোরেলগঞ্জ ও কচুয়া ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে অবস্থান করছে। বন বিভাগের আরো একটি পাম্প মেশিন বসানো হয়েছে। তবে অন্ধকারে কাজ করা সম্ভব হচ্ছে না।

শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনে ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাদ-ই আলম রাত সাড়ে ৭টায় মোবাইল ফোনে বলেন, বাগেরহাট, শরণখোলা, মোরেলগঞ্জ, মোংলা ও কচুয়াসহ ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে রয়েছে। দুই কিলোমিটার পর্যন্ত পাইপ টানা হয়েছে। রাত হওয়ায় কাজ করা যাচ্ছে না। সকাল থেকে আগুন নেভানোর কাজ শুরু হবে।

সুন্দরবন পূর্ব বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করীম বলেন, তিন থেকে চার একর এলাকায় আগুন ছড়িয়েছে। অগ্নিকাণ্ড এলাকার চারপাশে ফায়ার লেন কেটে আগুন নিয়ন্ত্রণে রাখা হয়েছে। সকাল থেকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এবং বন বিভাগের নিজস্ব ফায়ার টিমও প্রস্তুত রয়েছে। সকাল থেকে পুরোপুরি কাজ শুরু হবে।

আজকালের খবর/বিএস 








সর্বশেষ সংবাদ
কাতার থেকেই রোমে যাবেন প্রধান উপদেষ্টা: প্রেসসচিব
বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৩.৩ শতাংশ: বিশ্বব্যাংক
দেশের দুই বিভাগসহ ছয় জেলায় বইছে তাপপ্রবাহ
আমাদের ভেতর অদৃশ্য অপরাধ জন্ম নিচ্ছে!
পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের উপদেষ্টার সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের পরিচিতি সভা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ভবন নির্মাণের দাবিতে জাবিতে মানববন্ধন
কুয়েট শিক্ষার্থীদের সমর্থনে কুবিতে প্রতীকী অনশন
প্রাইম এশিয়া শিক্ষার্থী হত্যায় বৈষম্যবিরোধী নেতা রিমান্ডে
ইবি রিপোর্টার্স ইউনিটির নেতৃত্বে তিতলী-রিমন, পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
সাতক্ষীরায় সাংবাদিক টিপুর কারাদণ্ডের প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft