কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিম বঙ্গপসাগরে মিয়ানমার থেকে অবৈধভাবে অনুপ্রবেশ কালে নৌকা ডুবির ঘটনায় তিন নারীসহ ১ শিশুর মৃতদেহ উদ্ধার করেছে বিজিবি। বিল্লাহ হাসান নামে এক বিজিবির সদস্য এখনও নিখোঁজ রয়েছে।
শনিবার (২২ মার্চ) সন্ধ্যার পর টেকনাফে নাফনদী থেকে এই ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, শনিবার ভোররাতে শাহপরীরদ্বীপ পশ্চিমে বঙ্গোপসাগর দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ কালে একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় ২৫ জন জীবিত রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করা হলেও বিল্লাহ হাসান নামে এক বিজিবির সদস্য নিখোঁজ। শনিবার সন্ধ্যার পর তিন নারীসহ এক শিশুর মৃত্যু উদ্ধার করা হয়। উদ্ধার রোহিঙ্গা নাগরিকের মৃতদেহ দমদমিয়া কবরস্থানে দাফন করা হয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, শনিবার রোহিঙ্গা বুঝায় একটি ট্রলার অনুপ্রবেশকালে ডুবে যাওয়ার ঘটনায় বিজিবি সদস্যরা উদ্ধার করতে গেলে তার মধ্যে ২৫ জন নারী পুরুষ ও শিশু উদ্ধার করা হলেও সাগরে এখনও বিল্লাল হাসান নামক এক বিজিবি সদস্য নিখোঁজ রয়েছে।
তিনি বলেন, শনিবার সন্ধ্যার পর শাহপরীরদ্বীপ নাফনদী থেকে তিন নারীসহ এক শিশুর মৃত্যু উদ্ধার করেছে বিজিবি। স্থানীয়দের সহযোগিতায় দমদমিয়া কবরস্থানে তাদের দাফন সম্পন্ন করা হয়।
আজকালের খবর/ওআর