প্রকাশ: শনিবার, ২২ মার্চ, ২০২৫, ৭:২৮ PM

কক্সবাজারের টেকনাফে গহিন পাহাড়ে অভিযান পরিচালনা করে অপহরণকারীদের আস্তানা থেকে মুমূর্ষু অবস্থায় এক অপহৃত যুবককে উদ্ধার করে বাংলাদেশ নৌবাহিনী।
শনিবার (২২ মার্চ) দুপুরে দেড়টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া হলিউড পাহাড় নামক স্থান থেকে তাকে উদ্ধার করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ নৌবাহিনী।
স্থানীয়রা বলছেন, টেকনাফে নোয়াখালীয়া পাড়ায় প্রতিনিয়ত অপহরণে ঘটনা ঘটছে। তাদের ধারণা উদ্ধার হওয়া অজ্ঞাত এই ব্যাক্তি অপহরণকারীদরে মারধরে নিহত হয়েছেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মরদেহটি টেকনাফের স্থানীয় একটি হাসপাতালে রাখা হয়েছে।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ডা. আশিফ আলভি জানান, দুপুর আড়াইটার দিকে মৃত অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনা হয়েছে। তবে আমরা তার সারা শরীরে মারের চিহ্ন পেয়েছি।
বাংলাদেশ নৌবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পাহাড়ি সন্ত্রাসীরা এক যুবককে অপহরণের পর জিম্মি করে রেখে দেয়। ওই সংবাদের প্রেক্ষিতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের হলিউড পাহাড় নামক স্থানে গহিন পাহাড়ে অভিযান পরিচালনা করলে মুমূর্ষু অবস্থায় উক্ত যুবক উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তীতে হাসপাতালে নেয়ার পথে যুবকটির মৃত্যু হয়।
এদিকে টেকনাফ মডেল থানার উপ-পরিদর্শক দুলাল জানান, খবর পেয়ে আমি হাসপাতালে এসেছি। যতটুকু বুঝতে পেরেছি মূলত এই যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। পাশাপাশি আমরা সুরতহাল প্রতিবেদন শেষে লাশটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। তবে এখনও তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা কার্যক্রম প্রক্রিয়াধীন।
আজকালের খবর/ওআর