প্রকাশ: শনিবার, ২২ মার্চ, ২০২৫, ৩:৩৯ PM
ঈদুল ফিতরে আসছে নাটক ‘নিহারকলি’। নাটকটি মূলত হাতিকে নিয়ে, হাতিটির নাম নিহারকলি। হাতির মাহুত চরিত্রে অভিনয় করছেন নিলয় আলমগীর।
নিহারকলি একটি একটি সমাজের গল্প, একটি পরিবারের অসহায়ত্বের গল্প। গল্পে ফুটে উঠেছে হাতি বৃদ্ধ হলে যেমন কদর থাকে না, তেমনি মানুষ বৃদ্ধ হলে কেমন অসহায় হয় তারই চিত্রপট।
তেমন একটি মানবিক গল্প নিহারকলি নাটকের মূল উপজীব্য বিষয়।বাবার চরিত্রে লুৎফর রহমান জর্জ, মাহুতের স্ত্রী ভূমিকায় হিমি, তাদের অন্ধ ছেলে সাফওয়ানসহ অনেকে অভিনয় করেছেন।
নাটকটি লিখেছেন সেজান নুর। থিমসং লিখেছেন ও সুর করেছেন কবি ও গল্পকার এনাম রাজু। গেয়েছেন অকপট ব্যান্ডের অন্তর।
পরিচালনা করেছেন ফজলুল হক। নাটকটি বাংলাভিশনে প্রকাশিত হবে।
আজকালের খবর/আরইউ