প্রকাশ: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৭:৫১ PM

গাজীপুরের শ্রীপুরে যৌন নিপীড়নের শিকার নয় বছর বয়সী শিশুর পাশে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় বিএনপিরসহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু।
আজ শুক্রবার সকালে উপজেলার বরমী ইউনিয়নের মাইজপাড়া গ্রামে শিশুটির বাড়িতে উপস্থিত হয়ে বিএনপির পক্ষ থেকে গঠন করা জেলাভিত্তিক নিপীড়িত নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা সহায়তা সেলের গাজীপুর জেলার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় বিএনপিরসহ- স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু তারেক রহমানের পক্ষে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। পাশাপাশি আইনি ও চিকিৎসা সহায়তা দেওয়াসহ পরিবারটির পাশে থাকার ঘোষণা দেন তিনি।
শিশুটির পরিবার জানায়, স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। গত ১৯ মার্চ দুপুরে শিশুটির প্রতিবেশী নানা একই গ্রামের মো. মোসলেম উদ্দিন (৫৫) শিশুটিকে যৌন নিপীড়ন করেন। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে অভিযোগ দায়ের করলে গত ২০ মার্চ শ্রীপুর থানায় মামলা রুজু হয়।
অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে সারাদেশে ধর্ষণ ও নিপীড়নের শিকার মানুষের পাশে দাঁড়ানোর জন্য জেলাভিক্তিক নিপীড়িত নারী ও শিশুদের স্বাস্থ্য সেবা সহায়তা সেল করে দেওয়া হয়েছে। এর মাধ্যমে আমরা যৌন হয়রানির শিকার শিশুটির পাশে দাঁড়িয়েছি। তাকে আইনি সহায়তার পাশাপাশি পর্যাপ্ত চিকিৎসাও নিশ্চিত করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজউদ্দিন কাইয়্যা, বরমী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাসুদ সরকার, শ্রীপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহফুল হাসান হান্নান, বিএনপি নেতা কফিল উদ্দিন প্রমুখ।
আজকালের খবর/ওআর