প্রকাশ: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৭:৩০ PM

আগামী ২৩ রমজানের মধ্যে নৌযান শ্রমিকদের গেজেট অনুযায়ী, দীর্ঘদিনের বকেয়া বেতন ও বোনাস পরিশোধে দাবিতে মুন্সীগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ করেছে নৌযান শ্রমিকরা। এ সময় বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি গোলাম কিবরিয়া মিজির বিরুদ্ধে হাওয়া মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহারের জোরালো দাবি জানানো হয়।
আজ শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জ লঞ্চঘাট এলাকায় অবস্থান নিয়ে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেয় বালুবাহী বাল্কহেড, লাইটার জাহাজ ও যাত্রীবাহী লঞ্চ সহ বিভিন্ন নৌজানের শ্রমিক ও কর্মচারীরা।
মানববন্ধনে অংশ নেয়া ভুক্তভোগীরা জানান, দীর্ঘদিন ধরে নৌযান শ্রমিকদের বেতন ভাতা বন্ধ থাকায়, পরিবার ও স্বজনদের নিয়ে রমজান মাসে দুর্বিষহ সময় কাটছে শ্রমিকদের। ফলে ঈদের আগে আগামী ২৩ রমজানের মধ্যে নৌযান শ্রমিকদের গেজেট অনুযায়ী দীর্ঘদিনের বকেয়া বেতন ভাতা পরিশোধ করা না হলে। শিগগিরই বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেওয়া হয় কর্মসূচি থেকে। পরে শ্রমিক নেতা গোলাম কিবরিয়া মিজির বিরুদ্ধে হাওয়া মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহারের জোরালো দাবিতে ঘাট এলাকায় বিক্ষোভ করেন শ্রমিকরা। এ সময় সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু ইলিয়াস শান্ত হত্যা মামলা থেকে দ্রুত সময়ের মধ্যে কিবরিয়া মিজির নাম প্রত্যাহরের দাবি জানানো হয়।
কর্মসূচিতে বক্তব্য রাখেন, মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মজিবুর রহমান, বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. সবুজ শিকদার, বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের মুন্সীগঞ্জ জেলা সভাপতি মো. তাইজুল ইসলাম বাদশাসহ অনেকে।
আজকালের খবর/ওআর