বৃহস্পতিবার ১ মে ২০২৫
খাগড়াছড়িতে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৭:২৮ PM
‘শ্রী শ্রী গীতার আলো ঘরে ঘরে জ্বালো’ স্লোগানে পথচলা বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) খাগড়াছড়ি জেলা সংসদের ত্রি-বার্ষিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার দুপুরে খাগড়াছড়ি সদরস্থ সনাতন সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কার্যালয় হলে এ আয়োজন করা হয়। 

বাগীশিক খাগড়াছড়ি জেলা সংসদ এর আহ্বায়ক প্রভাত কুমার তালুকদার এর সভাপতিত্বে সদস্য সচিব সুমন আচার্যীর সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি দীলিপ কুমার ভট্টাচার্য্য, এতে প্রধান অতিথি ছিলেন, বাগীশিক কেন্দ্রীয় সংসদ এর সহ-সভাপতি ডা. অঞ্জন কুমার দাশ। 

প্রধান অতিথি ডা. অঞ্জন কুমার দাশ তার বক্তব্যে গীতা শিক্ষায় ধর্মীয় প্রতিটি ক্ষেত্রে নিজেদের শান্তির পথ সুগমে নিজেদের আত্ম শুদ্ধি বৃদ্ধি পাবে বলে উল্লেখ করে বলেন, গীতা মানে মঙ্গল, গীতা মানে কল্যাণ। গীতা যতো ছড়িয়ে পড়বে ততটা কল্যাণের পথ সুমন হবে। গীতা মধ্যে সকল শান্তির পথ খুঁজে পাবে বলে মন্তব্য করেন তিনি। 

তিনি আরো বলেন, জ্ঞান-বুদ্ধি-সম্মান থেকে শুরু করে প্রতিটি সমাধান ভক্তি দিয়ে গীতায় নিহিত আছে। তাই গীতার অপরিহার্যতা অসীম বলেও তিনি জানান।

বিশেষ অতিথির ছিলেন, হিন্দুু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট খাগড়াছড়ি জেলা সহকারী প্রকল্প পরিচালক  সুপ্রিয় বিশ্বাস,বাগীশিক কেন্দ্রীয় সংসদ সহ-সাধারণ সম্পাদক সুজন  দেবনাথ, খাগড়াছড়ি কেন্দ্রীয় সনাতন সমাজ কল্যাণ পরিষদের আহ্বায়ক ইঞ্জি. নির্মল কান্তি দাশ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও সনাতন সমাজ কল্যাণ পরিষদ খাগড়াছড়ি কেন্দ্রীয় সদস্য সচিব অশোক মজুমদার প্রমুখ। 

ফুল দিয়ে বরণ, জাতীয় সংগীতের মধ্য দিয়ে ধর্মীয় আনুষ্ঠানিকতায় শেষে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আনুষ্ঠানটি উদ্বোধন করা হয়। পরে সম্মেলনে প্রভাত কুমার তালুকদারকে সভাপতি, সুমন আচার্য্যকে সাধারণ সম্পাদক ও উৎপল কুমার দেকে সাংগঠনিক সম্পাদক করে নাম ঘোষণা করা হয়। 

পরবর্তীতে মোট ৪১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হবে বলে সূত্র জানায়।

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
আজ মহান মে দিবস
কিশোরীকে অপহরণের পর ধর্ষণ মামলায় শিক্ষক গ্রেপ্তার
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করতে প্রধান উপদেষ্টার নির্দেশ
পূর্বধলায় সাংবাদিকদের সাথে বিএনপি’র ৩১ দফা নিয়ে মতবিনিময়
পাকিস্তান যুদ্ধ শুরু করবে না, ভারত করলে কঠোর জবাব দেওয়া হবে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বরগুনায় মেয়ের জানাযায় বিএনপি নেতার ক্ষোভ প্রকাশ
সোনাতলা উপজেলা ও পৌর সেচ্ছাসেবক দলের কর্মি সম্মেলন অনুষ্ঠিত
ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে আমাদের প্রস্তুত থাকতে হবে: প্রধান উপদেষ্টা
পারমাণবিক শক্তিধর পাকিস্তানে হামলা সহজ নয়: মরিয়ম
সোনাতলায় ধান চাল সংগ্রহ কমিটির সভা অনুষ্ঠিত
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft