
বিমসটেক শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস মুখোমুখি হবেন, তবে তাদের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক হওয়ার সম্ভাবনা খুবই কম।
গতকাল বৃহস্পতিবার বিষয়টি সম্পর্কে জানিয়েছেন এর সঙ্গে সংশ্লিষ্টরা।
আগামী ৩-৪ এপ্রিল ব্যাংককে অনুষ্ঠিতব্য আঞ্চলিক গোষ্ঠীর শীর্ষ সম্মেলনে যোগদান করছেন মোদী এবং ড. ইউনূস।
বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করে জানান, ওই শীর্ষ সম্মেলনের ফাঁকে একটি বৈঠকের জন্য ঢাকার পক্ষ থেকে আনুষ্ঠানিক অনুরোধ করা হয়েছে।
এবার প্রথমবারের মতো মোদি এবং ইউনূস একই বহুপাক্ষিক অনুষ্ঠানে যোগ দেবেন।
নাম প্রকাশ না করার শর্তে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট তিনজন ব্যক্তি জানান, দ্বিপাক্ষিক সম্পর্কের বর্তমান অবস্থা দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে বৈঠকের জন্য অনুকূল নয়।
তারা আরও জানান, এমন প্রতিকূল সম্পর্কের মধ্যে এ ধরনের বৈঠকের জন্য যেমন ক্ষেত্র প্রস্তুত করা উচিত তা হয়ে উঠেনি।
তাদের মধ্যে একজন বলেন, সাক্ষাৎ বা শুভেচ্ছা বিনিময় এটা হতেই পারে। কারণ, শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারী সব নেতা একে অপরের সঙ্গে সাক্ষাৎ করবেন, এর চেয়ে বেশি কিছু আশা করা যাচ্ছে না।
বৃহস্পতিবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এএনআইকে বলেন, বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে আমাদের দুই নেতার মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক করার জন্য আমরা ভারতের সঙ্গে কূটনৈতিকভাবে যোগাযোগ করেছি।
বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ডের সমন্বয়ে গঠিত বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন (বিমসটেক) শীর্ষ সম্মেলন এমন এক সময়ে ব্যাংককে অনুষ্ঠিত হচ্ছে যখন নয়াদিল্লি-ঢাকা সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে রয়েছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস।
আজকালের খবর/ওআর