শনিবার ১৯ এপ্রিল ২০২৫
ছুটির দিনে রাজধানীতে জমজমাট ঈদের কেনাকাটা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৩:০৪ PM
বছর ঘুরে আবার আসছে ঈদ। নিজের আর পরিবারের জন্য কেনাকাটা ঈদের অন্যতম প্রধান অনুষঙ্গ। আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে পরিবার-পরিজন ও প্রিয়জনের মুখে হাসি ফোটাতে নতুন কাপড় কিনতে সবাই ভিড় করছেন শাড়ি, থ্রিপিস, বাচ্চাদের পোশাক, পাঞ্জাবি, পায়জামা এবং টিশার্টসহ অন্যান্য পোশাকের দোকানগুলোতে। 

শুক্রবার (২১ মার্চ) সকাল থেকেই ভিড় দেখা গেছে রাজধানীর অধিকাংশ মার্কেটে।

সকাল থেকে নিউমার্কেট এলাকা ঘুরে দেখা গেছে, ঈদের জন্য কেনাকাটা করতে সকাল থেকেই মানুষজন ভিড় করছেন।  আর প্রতিটি মার্কেটই সাজানো হয়েছে।  ক্রেতার চাহিদার কথা বিবেচনা করে বিভিন্ন পোশাক, স্টাইলিশ জামাকাপড়, জুতা, ব্যাগ এবং সাজসজ্জার নানা উপকরণে দোকানগুলো ভরে উঠেছে।

পুরো এলাকার শপিং মল ও মার্কেটগুলোর প্রায় প্রতিটি দোকানেই ঈদ উপলক্ষে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে।  নিউমার্কেটে কেনাকাটা করতে আসা মানুষদের নিরাপত্তার স্বার্থে স্থাপন করা হয়েছে পুলিশ ও সেনাবাহিনীর অস্থায়ী তথ্য ও সেবাকেন্দ্র।  সেখান থেকে মাইকে বিভিন্ন বিষয়ে ক্রেতাদের সতর্ক করা হচ্ছে।

গাউছিয়া, চাঁদনি চক ও নিউমার্কেট ঘুরে দেখো গেছে, এলাকায় একসঙ্গে অনেকগুলো মার্কেট আর সব ধরনের পণ্য পাওয়ার সুবিধা থাকায় ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে অনেকে এখানে আসেন কেনাকাটা করতে। বিশেষত, যেকোনো উৎসব ঘিরে সেখানকার দোকানগুলোতে ক্রেতাদের উপচেপড়া ভিড় থাকে।

নিউমার্কেটে আসা ফাহিমা আক্তার বলেন, প্রতি বছর নিজের পরিবার এবং আত্মীয়স্বজনের জন্য নিউমার্কেট থেকে কেনাকাটা করি। কিছুদিন পর ভিড় বেড়ে যাবে আরও। তাই এসেছি কেনাকাটা সেরে ফেললাম।

এদিকে, কেনাকাটার কথা মাথায় আসলেই নগরবাসী ছুটে চলেন বঙ্গবাজার, নিউমার্কেট, চাঁদনি চক, কৃষি মার্কেটে। তবে রাজধানীর উত্তর সিটি করপোরেশনের এলাকা থেকে এসব পরিচিত মার্কেটে যাতায়াত অনেকটা ব্যয়বহুল ও সময় সাপেক্ষ। তাই যারা বাড্ডা, নতুন বাজার এলাকায় থাকেন তাদের কেনাকাটার জন্য সবচেয়ে ভালো আশপাশের মার্কেটগুলো।

শুধু মাত্র বাড্ডা এলাকায় রয়েছে বেশ কিছু শপিংমল। এ ছাড়াও রয়েছে ছোট ছোট দোকান। এমনটি শপিংমলের আশপাশে ভাসমান ভ্যানে পাওয়া যাচ্ছে পোশাকসহ বাহারি সব পণ্য।

মধ্যবাড্ডা বাজার গলির মুখে অবস্থিত লুৎফুন শপিং কমপ্লেক্সে। এ মার্কেটের নিচতলা ও দোতলায় প্রায় আড়াইশ দোকান রয়েছে।  সেখানে কিছুটা ক্রেতাদের আনাগোনা কম। এখানে মূলত থ্রি-পিস, ওড়না, বোরখা, পাঞ্জাবি, শাড়ি, জুতা, জুয়েলারি বিক্রি হয়।  স্বল্প থেকে মাঝারি দামে সেগুলো কিনতে পারছেন ক্রেতারা।

বিপণিবিতান ছাপিয়ে ঈদের কেনাকাটা জমে উঠেছে ঢাকার ফুটপাতের দোকানগুলোতে। সব বয়সীদের আনাগোনা দেখা গেছে ঢাকার গুলিস্তান এলাকার ফুটপাতগুলো যেন পরিণত হয়েছে ঈদ বাজারে।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসেন উদ্দীন বলেন, পুলিশের টহল টিম সার্বক্ষণিক নজরদারি করছেন। বিভিন্ন পয়েন্টে পুলিশের সরাসরি উপস্থিতিতে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে। আর সাদা পোশাকধারী কর্মকর্তা ও পুলিশ সদস্যরাও নজর রাখছেন।  এখন পর্যন্ত কোনো অনভিপ্রেত ঘটনা ঘটেনি। 


আজকালের খবর/ এমকে








সর্বশেষ সংবাদ
থানায় বসে ওসির টাকা নেওয়ার ভিডিও ভাইরাল
চীন মালিকানাধীন ব্যাটারি কারখানায় ডাকাতি, মালামাল লুট
চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ বন্ধের ইঙ্গিত ট্রাম্পের
দুপুরের মধ্যে দেশের ১০ জেলায় ঝড়ের আভাস
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ক্যাশিয়ার’ গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ভর্তি পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে কুবি শিবিরের ‘ফ্রি’ বাস সার্ভিস
কুবিতে চার বছর পর নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা শুরু কাল
বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি জনসভা ঘিরে উত্তেজনা
ভাটারায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া, যুবক গ্রেপ্তার
জাবিতে থিসিস ফলাফলে অনিয়মের অভিযোগ ‘চক্রান্তমূলক’, শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft