নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।
শুক্রবার (২১ মার্চ) ভোরে উপজেলার চাঁনপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন, মোহিনীপুর এলাকার খোরশেদ মিয়ার ছেলে আমিন মিয়া ও আব্দুল বারিকের ছেলে বাশার মিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে চাঁনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সামসু মিয়ার অনুসারীদের সঙ্গে আব্দুস সালামের অনুসারীদের বিরোধ চলে আসছিল।
এর জেরে আজ শুক্রবার ভোরে সামসু মেম্বারের লোকজন দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় আব্দুস সালামের অনুসারী আমিন মিয়া ও বাশার মিয়া টেঁটা বিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এই ঘটনায় উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাশের জেলার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে চিকিৎসার জন্য পাঠানো হয়। সংঘর্ষের পর মোহিনীপুর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
দুইজন নিহতের বিষয় নিশ্চিত করেছেন নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হান্নান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
আজকালের খবর/ এমকে