বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫
বরিশালে নাহিদ ইসলামের পথ আটকে বিক্ষোভ
বরিশাল ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ১২:৩৬ AM
বরিশালে জাতীয় নাগরিক কমিটির কয়েকজন নেতাকে বাদ দিয়ে নতুন কমিটি গঠনের দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের পথ আটকে বিক্ষোভ করেছেন নাগরিক কমিটির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাত ৮টার দিকে নগরের ক্লাব রোডে বরিশাল ক্লাবের অমৃতলাল দে মিলনায়তনের নিচতলায় এ ঘটনা ঘটে। 

এর আগে সন্ধ্যায় অমৃতলাল দে মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা করেন নাহিদ ইসলাম। সভায় আরও উপস্থিত ছিলেন- জাতীয় নাগরিক পাটির মুখ্য সংগঠক হান্নান মাসুদ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, যুগ্ম সদস্যসচিব মুজাহিদুল ইসলাম, গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব জাহিদ আহসান প্রমুখ। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মতবিনিময় সভা শেষে রাত ৮টার দিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বের হলে তার পথ আটকে বিক্ষোভ শুরু করেন নাগরিক কমিটির নেতাকর্মীরা। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে প্রায় আধাঘণ্টা নাহিদ ইসলামকে সেখানে আটকে থাকতে হয়। নাগরিক কমিটির নেতাকর্মীরা নতুন কমিটির দাবিতে বিক্ষোভ করেন। সেইসঙ্গে বিভিন্ন অপরাধে অভিযুক্তদের কমিটি থেকে বাতিলের জন্য নাহিদ ইসলামের কাছে দাবি জানান। পরে ঢাকায় গিয়ে বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে নাহিদের গাড়ি ছেড়ে দেন নেতাকর্মীরা।

জাতীয় নাগরিক কমিটির বরিশালের দুজন নেতা জানিয়েছেন, কমিটিতে শাহেদুল ইসলাম শাহেদসহ বেশ কয়েকজন অপরাধী ও দুর্নীতিবাজ রয়েছেন। তারা জুলাই বিপ্লবের চেতনা পরিপন্থি। তাদের বাতিল করে নতুন কমিটি গঠনের জন্য এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে দাবি জানিয়েছেন তারা।

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা শাহরিয়ার বাংলা ট্রিবিউনকে বলেন, ‌আজকে যারা বিক্ষোভ করেছেন তারা বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মের নন। আর জাতীয় নাগরিক পার্টির বরিশাল শাখা কমিটি এখনও দেওয়া হয়নি। তাহলে তারা কেন হট্টগোল সৃষ্টি করলেন, তা আমার বোধগম্য নয়। আমি এখানে ষড়যন্ত্র দেখছি।

আজকালের খবর/বিএস 








সর্বশেষ সংবাদ
কাতার থেকেই রোমে যাবেন প্রধান উপদেষ্টা: প্রেসসচিব
বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৩.৩ শতাংশ: বিশ্বব্যাংক
দেশের দুই বিভাগসহ ছয় জেলায় বইছে তাপপ্রবাহ
আমাদের ভেতর অদৃশ্য অপরাধ জন্ম নিচ্ছে!
পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের উপদেষ্টার সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের পরিচিতি সভা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ভবন নির্মাণের দাবিতে জাবিতে মানববন্ধন
কুয়েট শিক্ষার্থীদের সমর্থনে কুবিতে প্রতীকী অনশন
প্রাইম এশিয়া শিক্ষার্থী হত্যায় বৈষম্যবিরোধী নেতা রিমান্ডে
ইবি রিপোর্টার্স ইউনিটির নেতৃত্বে তিতলী-রিমন, পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
সাতক্ষীরায় সাংবাদিক টিপুর কারাদণ্ডের প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft