প্রকাশ: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৮:১৯ PM

গাজীপুর মহানগরীর ২৬ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়েছে। আজ বৃহস্পতিবার গাজীপুর সিটির বিলাশপুর এলাকায় ২৬ নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়।
দোয়া ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন- গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আব্দুল করিম, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আহমদ আলী রুশদি, বিএনপি নেতা আব্দুল আউয়াল প্রমুখ।
এ সময় আরোও উপস্থিত ছিলেন- বিএনপি নেতা ডা. সেলিম পারভেজ, আজমত আলী, জালাল উদ্দিন, বিএনপি নেতা সোবাহান মিয়া, কাজী আজিম আজিমউদ্দিন কলেজ শাখা ছাত্রদলে সাবেক সিনিয়র সহ-সভাপতি মাজহারুল ইসলাম কাঞ্চন, শ্রমিকদল নেতা নুরুল ইসলামসহ স্থানীয় বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে ইফতারের পূর্বে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক মন্ত্রী অধ্যাপক এমএ মান্নানসহ বিএনপির প্রয়াত ও শহীদ নেতৃবৃন্দের রুহের মাগফেরাত কামনা এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়।
আজকালের খবর/ওআর