প্রকাশ: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৬:৪২ PM

আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার নেতৃত্ব দেওয়ার কারণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ডেপুটি রেজিস্ট্রার (ওএসডি) মোহাম্মদ জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয় গত ১৪ জানুয়ারি। গ্রেপ্তারের পর আইনি পরামর্শের ভিত্তিতে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার (২০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, মোহাম্মদ জাকির হোসেনকে গত ১৩ জানুয়ারি জেলা গোয়েন্দা পুলিশ কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে গ্রেপ্তার করে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের আইনি পরামর্শক লিখিত মতামতে তাকে সাময়িক বরখাস্ত করার সুপারিশ করেন।
সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৩৯ (২) এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ১২ (১) অনুযায়ী ১৩ জানুয়ারি থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়, যা কর্তৃপক্ষ অনুমোদন দিয়েছে।
সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি চাকরি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা (Subsistence Allowance) প্রাপ্য হবেন।
উল্লেখ্য, জুলাই আন্দোলনে আন্দোলনকারীদের উপর ২৯ জুলাই হামলার মামলার আসামী হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পরিষদের সাবেক সভাপতি জাকির হোসেন আটক করে পুলিশ। এর আগে ৯৫ তম সিন্ডিকেট সভায় শিক্ষকদের থাপড়িয়ে দাঁত ফেলে দেওয়ার হুমকি দেওয়ায় তাকে ওএসডি করা হয়।
আজকালের খবর/ওআর