শনিবার ১৯ এপ্রিল ২০২৫
আজ রাতে মাঠে নামছে যে চার দল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৪:১৯ PM
নেশনস লিগের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ফুটবলারদের আন্তর্জাতিক ব্যস্ততা। যেখানে একই রাতে মাঠে নামছে নিজ নিজ গ্রুপে চ্যাম্পিয়ন্স হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা পর্তুগাল, ফ্রান্স, জার্মানি ও স্পেন।

বৃহস্পতিবার (২০ মার্চ) দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে শুরু হবে এই চারটি ম্যাচ। পর্তুগাল, ফ্রান্স, জার্মানি ও স্পেনের প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবে ক্রোয়েশিয়া, ইতালি, নেদারল্যান্ডস ও ডেনমার্ক। 

কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে নেদারল্যান্ডস ও স্পেন মুখোমুখি হবে। দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলবে ক্রোয়েশিয়া ও ফ্রান্স। কোয়ার্টারের তৃতীয় ম্যাচে ডেনমার্কের মুখোমুখি হবে পর্তুগাল। চতুর্থ ম্যাচে ইতালির বিপক্ষে খেলবে জার্মানি।

আর এখানেই দেখা হয়ে যাবে ২ বিশ্বকাপ ফাইনাল লাইনআপের। ২০১০ বিশ্বকাপের সেরার লড়াইয়ে ছিল স্পেন ও নেদারল্যান্ডস। ২০১৮ বিশ্বকাপ ফাইনালের লড়াইয়ে ছিল ফ্রান্স এবং ক্রোয়েশিয়া। এছাড়া ইতালি এবং জার্মানির ম্যাচেও মিশে আছে উন্মাদনা। ২০০৬ সালের বিশ্বকাপ সেমিফাইনালে দেখা হয়েছিল দুই দলের। 

কোয়ার্টারে ইতালি ও জার্মানি ম্যাচে জয়ী দলের বিপক্ষে সেমিফাইনালে খেলবে ডেনমার্ক-পর্তুগাল ম্যাচের জয়ী দল। আর নেদারল্যান্ডস-স্পেন এর মধ্য থেকে সেমিফাইনাল নিশ্চিত করা দলের শেষ চারের প্রতিপক্ষ হবে ক্রোয়েশিয়া-ফ্রান্স ম্যাচের জয়ী দল।

এই ম্যাচগুলো দেখা যাবে টফি ও ইয়াসিনটিভি অ্যাপ ব্যবহার করে মোবাইল ফোনেই দেখা যাবে। এ ছাড়াও ভারতে সনি স্পোর্টস ১-৫ এ ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে।

আজকালের খবর/বিএস 








সর্বশেষ সংবাদ
বিচারকাজ পরিচালনায় আপিল বিভাগে নতুন দুই বেঞ্চ
বিচার-সংস্কার-গণপরিষদ নির্বাচনের দাবিতে মাঠে নামছে এনসিপি
থানায় বসে ওসির টাকা নেওয়ার ভিডিও ভাইরাল
চীন মালিকানাধীন ব্যাটারি কারখানায় ডাকাতি, মালামাল লুট
চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ বন্ধের ইঙ্গিত ট্রাম্পের
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ভর্তি পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে কুবি শিবিরের ‘ফ্রি’ বাস সার্ভিস
কুবিতে চার বছর পর নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা শুরু কাল
বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি জনসভা ঘিরে উত্তেজনা
ভাটারায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া, যুবক গ্রেপ্তার
জাবিতে থিসিস ফলাফলে অনিয়মের অভিযোগ ‘চক্রান্তমূলক’, শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft