বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫
দূষিত শহরের তালিকায় ঢাকা আজ পঞ্চম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ১০:৫৭ AM
বিশ্বের ১২৪টি শহরের মধ্যে আজ বায়ুদূষণের শীর্ষে উঠে এসেছে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স। তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে পাঁচ নম্বরে।

বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল পৌনে ৯টার দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এসব তথ্য জানা গেছে।

আইকিউএয়ার সূচক অনুযায়ী, দূষণের শীর্ষে থাকা আলজিয়ার্সের স্কোর ২০৬ যা ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু হিসেবে বিবেচিত। আজ এই তালিকায় আর কোনো শহর নেই।তালিকার দুই নম্বরে থাকা ভারতের রাজধানী দিল্লির স্কোর ১৮৪, অর্থাৎ এই শহরের বায়ু আজ অস্বাস্থ্যকর। ১৬৬ স্কোর নিয়ে দূষণ তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডু, অর্থাৎ শহরটির বাতাসও আজ ‘অস্বাস্থ্যকর’। ‘অস্বাস্থ্যকর’ বায়ু নিয়ে তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে পাকিস্তানের রাজধানী লাহোর।

এদিকে গতকালের চেয়ে ঢাকার বায়ুর মানের কিছুটা উন্নতি হলেও আজও ঢাকার বায়ু ‘অস্বাস্থ্যকর’। ১৫২ স্কোর নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে ঢাকা। বুধবার ঢাকা ছিল দূষিত শহরের তিন নম্বরে।

আইকিউএয়ার সূচক অনুযায়ী ১২৪টি শহরের মধ্যে দূষিত শহরের শীর্ষে যেখানে আলজিয়ার্স, ঠিক তার বিপরীত অবস্থানে রয়েছে নিউজিল্যান্ডের অকল্যান্ড। আজ বিশ্বের সবচেয়ে কম দূষণের শহরগুলোর মধ্যে শীর্ষে রয়েছে অকল্যান্ড। তাদের স্কোর মাত্র ৯। ১১ স্কোর নিয়ে কম দূষিত শহরের তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে কানাডার ভ্যানকুভার।
স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি’ বা ‘সহনীয়’ ধরা হয় বায়ুর মান। ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।


আজকালের খবর/ এমকে








সর্বশেষ সংবাদ
কাতার থেকেই রোমে যাবেন প্রধান উপদেষ্টা: প্রেসসচিব
বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৩.৩ শতাংশ: বিশ্বব্যাংক
দেশের দুই বিভাগসহ ছয় জেলায় বইছে তাপপ্রবাহ
আমাদের ভেতর অদৃশ্য অপরাধ জন্ম নিচ্ছে!
পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের উপদেষ্টার সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের পরিচিতি সভা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ভবন নির্মাণের দাবিতে জাবিতে মানববন্ধন
কুয়েট শিক্ষার্থীদের সমর্থনে কুবিতে প্রতীকী অনশন
প্রাইম এশিয়া শিক্ষার্থী হত্যায় বৈষম্যবিরোধী নেতা রিমান্ডে
ইবি রিপোর্টার্স ইউনিটির নেতৃত্বে তিতলী-রিমন, পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
সাতক্ষীরায় সাংবাদিক টিপুর কারাদণ্ডের প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft